বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BANGLADESH OPEN UNIVERSITY ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রাম ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৩ ব্যাচ এ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবি বিএড ভর্তি তথ্য, বি এড ভর্তির যোগ্যতা আজ আমরা আলোচনা করবো। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি )-এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য osapsnew.bou.ac.bd- এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।

বিএড আবেদনের যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড আবেদন সংক্রান্ত তথ্য

  • আবেদনের তারিখ : ০৭-০৮-২০২৩ থেকে ২২-০৯-২০২৩ তারিখ পর্যন্ত।
  • আবেদন ফি :৬০০ /- ( ছয়শত )টাকা মাত্র।
  • প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ :০২-১০-২০২৩ তারিখ ।
  • অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ:০৫-১০-২০২৩ তারিখ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
  • বিএড ভর্তি পরীক্ষার তারিখ ও সময় :২০-১০-২০২৩ তারিখ ( সকাল ১০ :০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত)।
  • ভর্তি পরীক্ষার স্থান:বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টার সমূহ ।
  • বিএড ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ )।
  • নম্বর বন্টন: [বাংলা- ২৫ , ইংরেজি- ২৫ ,গণিত- ২৫ , সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি )-২৫ ]।
  • নিজস্ব মোবাইল নম্বরও ই -মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে ।
  • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবে ।

Read More: জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি ২০২৩

বিএড ভর্তি আবেদন প্রক্রিয়া

  • যে কোনো ব্রাউজারের Address bar এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন । Offered Programs সেকশন এর অধীনে School of Education (SOE )-এ ক্লিক করে বিএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন ।
  • বিএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন । 
  • অনলাইন – এ আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন । 
  • Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format ) এবং আপনার স্ক্যানকরা স্বাক্ষর(300×100 JPG Format ) আপলোড করে Next বাটনে ক্লিক করুন ।
  • Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য ( যদি থাকে ) Professional Information ধাপে সঠিকভাবে পূরণ করুন । 
  • প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপলোড করে Finish বাটনে ক্লিক করুন ।
  • সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই -মেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি ফি জমা

  • Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে ।
  • সফলভাবে ফি জমাদান শেষে ” Payment has been completed successfully ” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই – মেইলের মাধ্যমে অবহিত করা হবে ।
  • বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৬০০ /- ( ছয়শত টাকা )। তবে , এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন । 

বিএড ভর্তি পরীক্ষার রেজাল্ট

আবেদনপত্র যাচাই – বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে ০২-১০-২০২৩ তারিখে দেয়া হবে । এছাড়া তাদেরকে মোবাইলে SMS- এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি 2023

  • ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন , সংযোজন , পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে ।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। 
  • কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য অসম্পূর্ণ ও অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে ।

বিএড ভর্তি আবেদনের লিংক 

অনলাইনে আবেদনের জন্য : https://osapsnew.bou.ac.bd

হেল্পলাইন

Helpline Available Time : ০১৬৩৫-৮৩২৮৪৫ , ০১৯০৭-৪৫১৬১২ ( সকাল ৯:০০ থেকে বিকাল ৩:০০ পর্যন্ত)।

অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ / অভিযোগের জন্য OSAPS- এর হেল্পলাইন নম্বরে অথবা ই – মেইলে (help.osaps @ bou.ac.bd )- এ অবহিত করুন । 

OSAPS- এর হেল্পলাইন নম্বর: 01635-832845 ,01907-451612 ( সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার) ।

আপনারা যারা বি এড ভর্তি ২০২৩ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত অনলাইনে আবেদন করুন। আবেদন সংক্রান্ত কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান?

FAQ

1. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি 2023 কবে প্রকাশ করা হয়?

উত্তরঃ ০২ আগস্ট ২০২৩

2. বিএড ভর্তি আবেদনের লাস্ট ডেট কবে?

উত্তরঃ অনলাইন আবেদনের শেষ তারিখ ২২-০৯-২০২৩ পর্যন্ত।

3. বিএড ভর্তি পরীক্ষা কবে?

উত্তরঃ বিএড ভর্তি পরীক্ষার তারিখ ও সময় :২০-১০-২০২৩ তারিখ ( সকাল ১০ :০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত)।

4. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্ন কোথায় পাবো?

উত্তরঃ অনলাইনে সার্চ করুন।

আমাদের পোস্ট যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। এছাড়া উন্মুক্ত ভর্তি সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

লোকেরা অনলাইন এ সার্চ করেন –

বাউবি,বিএড ভর্তি,বাউবি ভর্তি,বিএড ভর্তি আবেদন,বাউবি বিএড,বিএড ভর্তি ২০২৩,বিএড ভর্তি ২০২১,বাউবি বিএড ভর্তি তালিকা,বিএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ,বাউবি বিএড ভর্তি পরীক্ষা প্রস্তুতি,বিএড ভর্তি পরীক্ষা প্রস্তুতি,বাউবি বিএড ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান,বাউবি আঞ্চলিক কেন্দ্র ঢাকা বিএড ভর্তি,বিএড,বাউবি এমএ ভর্তি,বাউবি বিএ বিএসএস ভর্তি ২০২৩,বি এড ভর্তি পরিক্ষার ফলাফল বাউবি,বাউবি বিএ বিএসএস ভর্তি আপডেট,বাউবি বিএড সার্কুলার,বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *