উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ ও উপবৃত্তির অর্থ বিতরণ

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

pesp finance gov bd এ প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ ও উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত আপডেট আজকে আপনাদের শেয়ার করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অর্থ বিতরণ ও শ্রেণী হালনাগাদ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ

2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 2022 শিক্ষাবর্ষে উন্নীত করার জন্য স্কুল পর্যায়ের প্রধান শিক্ষকদের ইউজার আইডিতে “শ্রেণী হালনাগাদ” নামে একটি  মেনু যুক্ত করা হয়েছে। উল্লিখিত মেনুতে প্রবেশ করে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা প্রযোজ্য শিক্ষার্থীদের ডাটা আপডেট করবেন। শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদের জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আসুন জেনেই শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ কিভাবে করবেনঃ

  • প্রথমেই উপবৃত্তি সফটওয়্যারে প্রবেশ করার জন্য pesp finance gov bd লিংকে প্রবেশ করুন।
  • এবারে আপনার বিদ্যালয়ের ইউজার আইডি অর্থাৎ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • বাম পাশের মেনু থেকে শ্রেণী হালনাগাদ অপশন এ প্রবেশ করুন। এখানে যে সকল শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করা প্রয়োজন শেখা সেসকল শিক্ষার্থীর তালিকা দেখানো হবে। 

শ্রেণী হালনাগাদ

  • প্রয়োজন অনুযায়ী আপনার শিক্ষার্থীদের শ্রেণি পরিবর্তন করে পরিবর্তনের কারণ সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
  • শ্রেণী হালনাগাদ শেষ হলে সেই তালিকায় ক্লাসটারে জমা দিন। 

এভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সফটওয়্যারে শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করতে পারবেন

শিক্ষার্থীদের শ্রেণি হালনাগাদ করণের ক্ষেত্রে স্পষ্টিকরণ এবং অবশ্য করণীয়

  • ২০২১ শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থীদের কখনোই হালনাগাদ করা হয়নি, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের এই মূহুর্তে হালনাগাদ করতে হবে। 
  • অর্থাৎ ইতোপূর্বে যেসকল শিক্ষার্থীদের একবার হালনাগাদ করা হয়েছে এবং চাহিদা প্রস্তুত হয়েছে সে সকল শিক্ষার্থীদের এই মূহুর্তে কোনক্রমেই হালনাগাদ করা যাবে না।
  • যে সকল শিক্ষার্থী ২০২২ সালে বিদ‍্যালয়ে নতুন ভর্তি হয়েছে সেসকল শিক্ষার্থীদেরকেও এই মূহুর্তে হালনাগাদ করা যাবে না।
  • ২০২১ শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থীদের কখনোই হালনাগাদ করা হয় নি, শুধুমাত্র সেসকল শিক্ষার্থীদের এই মূহুর্তে হালনাগাদ করতে হবে।
  • অর্থাৎ ইতোপূর্বে যে সকল শিক্ষার্থীদের একবার হালনাগাদ করা হয়েছে এবং চাহিদা প্রস্তুত হয়েছে সেসকল শিক্ষার্থীদের এই মূহুর্তে কোনক্রমেই হালনাগাদ করা যাবে না।
  • যে সকল শিক্ষার্থী ২০২২ সালে বিদ‍্যালয়ে নতুন ভর্তি হয়েছে (প্রাক-প্রাথমিক ও অন্য শ্রেণিতে) সে সকল শিক্ষার্থীদেরকেও এই মূহুর্তে হালনাগাদ করা যাবে না।

উপবৃত্তির চাহিদা সংক্রান্ত জরুরী নির্দেশনা

চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২২ সময়ের প্রায় 96 লক্ষ শিক্ষার্থীর অনুমোদিত চাহিদা গত ২০ মে ২০২৩ তারিখ পর্যন্ত মাঠপর্যা থেকে পাওয়া গেছে এবং যার অনুকূলে প্রায় ৮৫ লক্ষ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

উক্ত সময়ে যে সকল বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রাপ্য চাহিদা প্রস্তুত, চাহিদা সংরক্ষণ, চাহিদা প্রেরণ, উপজেলায়  তথ্য যাচাই-বাছাই ও অনুমোদন কার্যক্রম পেন্ডিং রয়েছে সেই সকল কার্যক্রম সম্পন্নের নিমিত্তে আজ থেকে আগামী ১৫ই জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টাল এর চাহিদা অপশন উন্মুক্ত থাকবে। উক্ত সময়ের মধ্যে চাহিদা সংক্রান্ত যাবতীয় পেন্ডিং কার্যক্রম বিনা ব্যর্থতায় সম্পন্ন করার জন্য সকল প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য,  আগামী ১৫/৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখের পর বর্ণিত সময়ের চাহিদা সংক্রান্ত কাজ যদি সম্পন্ন করার আর কোনো সুযোগ থাকবে না।

উপবৃত্তির চাহিদা রিপোর্ট বিস্তারিত প্রতিবেদন ডাউনলোড করে আবশ্যিকভাবে চেক করতে হবে, চাহিদা যাচাই-বাছাই এবং অনুমোদন পেন্ডিং না থাকে। 

উপবৃত্তি অর্থ বিতরণ আপডেট 2023

  • জুলাই -ডিসেম্বর /২২ একক,যৌথ সুবিধাভোগীর অর্থ বিতরণ শুরু হয়েছে যা শেষ হতে  চলতি জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত লাগতে পারে। যারা উপবৃত্তির অর্থ পায়নি তারা উক্ত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আগামী ১২-১৩-১৪ জুন প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর টাকা বিতরণ হবে। যৌথ শিক্ষার্থীদের টাকাও বিতরণ করা হয়েছে। 
  • তবে দুই এর অধিক শিক্ষার্থীদের টাকা বিতরণ করা হয়নি, এদের মধ্যে দুইজনের টাকা বিতরণের প্রক্রিয়া গ্রহণ করা হবে।
  • জুলাই-ডিসেম্বর/২০২১ এবং জানুয়ারি-জুন/২০২২ সেশনে যে সকল শিক্ষার্থী টাকা বিতরণের পরে মোবাইল একাউন্টের বিবিধ সমস্যার কারণে (একাউন্ট না খোলা, একাউন্ট বন্ধ থাকা ইত্যাদি) বাংলাদেশ ব্যাংকে পুনরায় ফেরত যাওয়ার কারণে পায়নি তাদের ক্ষেত্রে বকেয়া টাকা পুন:বিতরণের সম্ভাব্য সময় আগস্ট/২০২৩। 
  • ডিসবার্সমেন্ট রিপোর্ট এপ্রিল ২০২৩ মাসে সংযুক্ত হওয়ার কথা থাকলেও অর্থ বছর শেষ হওয়ায় জুলাই/আগস্ট ২০২৩ মাসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

নগদের পিন রিসেট সমস্যা

উপবৃত্তি সংক্রান্ত নগদের বিভিন্ন সমস্যা বিশেষ করে পিন রিসেট, অন্যান্য সেবা সহজীকরণের জন্য শ্রীঘ্রই নগদ কর্তৃপক্ষের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে।

সূত্র:জনাব জিয়াউল কবীর সুমন (শিক্ষা অফিসার) 

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সচরাচর জিজ্ঞাসা 

প্রশ্নঃ আমার বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী এক উপজেলা থেকে অন্য উপজেলায় চলে গিয়েছে। তাদের আমার বিদ্যালয় থেকে বদলি করণ করা হয়েছে। ওরা যে বিদ্যালয়ে বর্তমানে পড়ালেখা করছে সে বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ অপশনে গিয়ে সার্চ করলে আসেনা। এখন করণীয় কী ?

উত্তরঃ ওরা যে বিদ্যালয়ে আছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি দিয়ে PESP তে প্রবেশ করে ট্রান্সফার গ্রহন অপশনে আপনার বিদ্যালয় সিলেক্ট করে সার্চ করলে চলে আসবে। তারপর ঐ বিদ্যালয় এডিট করে নিজের বিদ্যালয় নিয়ে নিবে।

প্রশ্নঃ শ্রেণি হালনাগাদের রিপোট দেখার অপশন নেই কেন?

উত্তরঃ আপনার শিক্ষার্থীদের শ্রেণি হালনাগাদ পেন্ডিং নেই।

প্রশ্নঃ মোবাইল সিম অভিভাবকের নামে রেজিস্ট্রেশন না থাকলে শুধু অভিভাবকের নামে মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকলে টাকা কি আসবে?

উত্তরঃ বর্তমানে অবশ্যই যাবে। তবে ভবিষ্যতে ভেরিফাই হবে মর্মে আইবাস জানিয়েছে।

প্রশ্নঃ গত বছর প্রাক প্রাথমিকে এক শিশুর বয়স কম থাকায় তাকে উপবৃত্তি দেইনি। এই বছর সে রিপিটার।সে কি এই বছর উপবৃত্তি পাবে?

উত্তরঃ গত বছর না পেয়ে থাকলে এবছর পাবে। একই শ্রেণিতে একবার উপবৃত্তি পাবে।

প্রশ্নঃ শিক্ষার্থীর নাম,ঠিকানা সংশোধন করা যাবে কিনা?

উত্তরঃ বিদ্যালয়ের আইডিতে থাকলে করা যাবে। অনুমোদন হলে করা যাবে না।

প্রশ্নঃ মোবাইল নম্বর কি সংশোধন করা যাবে?

উত্তরঃ মোবাইল নম্বর ইউইও/টিইও এর আইডি থেকে সংশোধন করা যাবে। 

প্রশ্নঃ শ্রেণিগুলো অটো আপডেট হবে?

উত্তরঃ শ্রেণি অটো আপডেট হবে না। সম্মানিত প্রধান শিক্ষককে করতে হবে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *