২৫৭ পদে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 5 minutes

আমরা আপনাদের কর্মসংস্থান ব্যাংক চাকরি আবেদন পদ্ধতি ও আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো। কিভাবে কর্মসংস্থান ব্যাংকের এডমিট কার্ড ডাউনলোড করতে হয়, সেই সাথে কর্মসংস্থান ব্যাংকের চাকরির পরীক্ষার নিয়মাবলী সম্পর্কেও আমরা আপনাদের বিস্তারিত জানাবো। আসুন জেনে নেই ২০২৩ সালে প্রকাশিত কর্মসংস্থান ব্যাংকের নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত-

কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

একনজরে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

  • সংস্থা: কর্মসংস্থান ব্যাংক (Karmasangsthan Bank)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ জুন ২০২৩
  • ক্যাটাগরি: ০৩ টি
  • শূন্যপদের সংখ্যা: ২৫৭ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: ১৩ ও ১৪ তম গ্রেড
  • আবেদন ফি: ২০৪/-
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২৬ জুন ২০২৩
  • আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৩

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ শূন্য পদের বিবরণ

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের বিবরণ আমরা অফিসিয়াল জব সার্কুলার থেকে দেখে নিব। অফিশিয়াল জব সার্কুলারটিতে শূন্য পদের নাম, আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ও প্রার্থীর ফলাফল গত যোগ্যতা ইত্যাদি বিষয় বিস্তারিত উল্লেখ রয়েছে। আসুন আমরা নিচে দেয়া অফিশিয়াল ছবিটি থেকে কর্মসংস্থান ব্যাংক সার্কুলারের শুন্য পদের বিবরণ দেখে নেইঃ 

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৩

কর্মসংস্থান ব্যাংক আবেদন সংক্রান্ত তথ্য

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সময়সীমা, আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়া নিয়ম জানতে পারবেন এখানে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেই কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর আলোকে।

আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় :

‘O ‘Level ও ‘A ‘ Level পাস হলে দেশীও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ( Equivalence Certificate ) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ( Equivalence Certificate ) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের ( শ্রেণি/বিভাগ / জিপিএ /সিজিপিএ উল্লেখসহ ) তথ্য প্রদান করতে হবে। 

বয়সসীমা  :

২৬/০৬/২০২৩ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সসীমা নিম্নরূপ হবে: 

(ক) আবেদনকারীর প্রার্থীগণের বয়সসীমা ১৮-৩০ ;

(খ) মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সমীমা ১৮-৩২; 

(গ) বয়স প্রমাণের ক্ষেত্রেএফিডেভিট গ্রহণযোগ্য নয় ;

(ঘ) তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর , ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০,১১,২০,১৪৯ নং স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ এ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন ।

kb gov bd Online Application Form

  • শুধুমাত্র Bdjobs.com/kb এই ওয়েবসাইটের মাধ্যমে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে ।
  • আবেদন ফি ২০০ / – ( দুইশত ) টাকা ( অফেরৎযোগ্য )। অনলাইন সার্ভিস চার্জ ৪ /- ( চার ) টাকা । মোট ২০৪ /- ( দুইশত চার ) টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “ নগদ লিমিটেড ” এর মাধ্যমে প্রদান করতে হবে ।
  • প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না ।

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরিক্ষা ২০২৩

  1. ক্রমিক নং ( ১) ও (২ ) নং এ বর্নিত পদে প্রার্থীদের MCQ , লিখিত ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং (৩ ) এ বর্ণিত পদে MCQ , লিখিত , স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
  2. ক্রমিক নং ( ১ ) ও ( ২) এ বর্ণিত পদে MCQ ও লিখিত পরীক্ষায় এবং ক্রমিক নং ( ৩ ) এ বর্ণিত পদে MCQ , লিখিত ও স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত তথ্যাবলির সমর্থনে ১ ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা / ১ ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র / কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে ।

প্রয়োজনীয় কাগজপত্র 

দাখিলকৃত সনদপত্র / কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে :

(ক) সাম্প্রতিক তোলা ০৪ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি ;

(খ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant’s Copy

(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/ সাময়িক সনদপত্র ;

(ঘ) ডাটা এন্ট্রিঅপারেটর এর ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ ( ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;

(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ;

(চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা / মাতা অথবা পিতা /মাতার পিতা / মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র ;

( ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ /পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ;

(জ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা /শিশু সদন কর্তৃক প্রদত্ত সনদপত্র ;

(ঝ) প্রতিবন্ধী প্রার্থীরক্ষেত্রেউপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ;

(ঞ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র; 

( ট) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ; এবং

( ঠ) MCQ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ।

অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়ম

( ক ) প্রার্থীদেরকে www.bdjobs.com/kb এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ;

( খ ) আবেদনের সময়সীমা ২৬.০৬.২০২৩ ( স্থানীয় সময় সকাল ১০:০০ ঘটিকা ) হতে  ১৬/০৭/২০২৩ ( স্থানীয় সময় রাত ১১:৫৯ ঘটিকা );

( গ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও সাম্প্রতিক তোলা রঙিন ছবি JPG format এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবি এবং স্বাক্ষর Upload করার সময় লিংকে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী Applicant ID , Login ID ছবি এবং স্বাক্ষর সম্বলিত একটি Applicant’s Copy পাবেন । প্রার্থী উক্ত Applicant’s Copy রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন ।

( ঘ ) এমসিকিউ / লিখিত পরীক্ষা / স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট এর সময় , স্থান এবং Admit Card ডাউনলোড সম্পর্কিত তথ্য জাতীয় দৈনিক , কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ও www.bdjobs.com/kb এ এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS- এর মাধ্যমে ( শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে ।

কর্মসংস্থান ব্যাংক আবেদন ফি জমা দেওয়ার নিয়ম 

সঠিকভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর Applicant’s Copy তে প্রদত্ত সময়ের ( ৭২ ঘন্টা) মধ্যে নগদ লিমিটেড  এর মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০,০০ (দুইশত ) টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ বাবদ ০৪ (চার ) টাকা সর্বমোট ২০৪.০০ ( দুইশত চার ) টাকা প্রদান করতে হবে । অন্যথায় আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে ।

নগদ APP থেকে ফি প্রদান করার নিয়ম : 

Nagad App থেকে Billpay বাটনে ক্লিক করুন > BJOB লিখে search করুন > Job Reference ID টাইপ করে আপনার Mobile Number লিখুন > সকল তথ্য যাচাই করে আপনার ‘ নগদ ‘ পিন টাইপ করুন > ট্যাপ করে ধরে রাখুন । 

পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন এবং বিল পে রিসিট রিসিভ করুন ।

নগদ USSD থেকে ফি প্রদান করার নিয়ম : 

মোবাইল ডায়াল অপশন এ গিয়ে • 167 # ডায়াল করুন > 5 ( Bill Pay ) লিখে সেন্ড করুন >12 ( others )লিখে সেন্ড করুন > 1 ( Biller A / C Number ) লিখে সেন্ড করুন > Biller A / C Number ( 1326 ) টাইপ করুন > Job Reference ID টাইপ করুন > Mobile Number টাইপ করুন > তথ্য যাচাই করে পিন টাইপ করুন বিল পেমেন্ট শেষে কনফার্মেশন এসএমএস পাবেন ।

 কর্মসংস্থান ব্যাংকের চাকরি আবেদনের প্রয়োজনীয় শর্তাবলী 

  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন
  • মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে ।
  • শর্ত মোতাবেক দলিলাদি নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে ।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত প্রযোজ্য বিধি -বিধান অনুসরণ করা হবে ।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ /ডিএ প্রদান করা হবে না ।
  • প্রার্থী কর্তৃক প্রদত্ত/ দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র অসত্য / ভুয়াপ্রমাণিত হলে তার দরখাস্ত /নির্বাচন /নিয়োগ বাতিল করাসহ আইনগত / প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
  • কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো / সকল আবেদন বাতিল / গ্রহণ/ পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধির অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।
  • নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
  • নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য Bdjobs.com/kb এবং কর্মসংস্থান ব্যাংকের www.kb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।

উপরোক্ত পদ্ধতি সমূহ সুনির্দিষ্ট ভাবে অনুসরণ করে আপনি কর্মসংস্থান ব্যাংকে চাকরির আবেদন করতে পারবেন। 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *