২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ও এর মুল্য তালিকা

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

বর্তমান সময়ে মোবাইল ফোন একটি যুগান্তকারী প্রযুক্তি। মোবাইল ফোন ব্যবহার করে আমরা আমাদের জীবনকে খুব সহজে এবং সাবলীল করে তুলতে পেরেছি। তবে সেরা মোবাইল কিনতে গিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ কাজ করে আসলে আমরা কোন মোবাইলটি কিনবো আর কোনটি কিনবো না।

বাজারে অনেক রকমের মোবাইল কোম্পানি রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে স্যামসাং, নোকিয়া, শাওমি, ভিভো, ইনফিনিক্স ইত্যাদি। ২০২৩ সালে প্রতিটি কোম্পানি নতুন নতুন মোবাইল ফোন বাজারে এনেছে। এর মধ্য থেকে আপনাকে মোবাইল কিনতে হলে সেরা মোবাইলটি বেছে নিতে হবে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বাজারে ২০২৩ সালের সেরা 10 টি মোবাইল ফোন সম্পর্কে।

মোবাইল ফোনের ক্যাটাগরি গুলো বিভিন্নভাবে বিভক্ত। আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি আবার অনেকে ফিচার ফোন ব্যবহার করি। আজকে আমরা মূলত স্মার্টফোনের দাম এবং পারফরম্যান্স এই দুটি বিষয় নিয়ে মোবাইল ফোন গুলোর তুলনা করব

সেরা ৫ টি মোবাইল 

বাংলাদেশের বাজারে সেরা স্মার্টফোনের তালিকায় এক নম্বরে রয়েছে Xiaomi Poco M6 Pro, এটি শাওমি কোম্পানীর একটি স্মার্ট ফোন শাওমির নতুন এই মডেলটি বাংলাদেশের বাজারে রিলিজ হয়েছে আগস্ট মাসের ৫ তারিখে।

  • অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং MIUI 14।
  • শাওমি পোকো m6 pro মোবাইলটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রোম। 
  • স্ন্যাপড্রাগন ভার্সন ফোর এর ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে যা গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো পারফর্ম করবে। 
  • ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৬.৭৯” বিশাল ডিসপ্লে রয়েছে এই মোবাইল ফোনটিতে।
  • মোবাইল ফোনটিতে দেয়া হয়েছে ১২৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
  • ৫০০০ এমপিয়ার এর বিশাল ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ।
  • স্ক্রিন লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা সাইড মাউন্টেড।

Xiaomi Poco M6 Pro মোবাইলটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা। সুতরাং বোঝাই যায় .২০০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো একটি মোবাইল নিয়ে এসেছে শাওমি।

সেরা স্মার্ট ফোনগুলোর মধ্যে ২ নম্বরে আছে Xiaomi Redmi 13। শাওমির নতুন এই মডেলটি বাংলাদেশের বাজারে আন অফিসিয়ালি রিলিজ হয়েছে আগস্ট মাসের ১১ তারিখে।

Xiaomi Redmi 13 Specification & Price

  • ডিসপ্লে হিসেবে রয়েছে  6.79-ইঞ্চি IPS LCD প্যানেল যার রেজোলিউশন 1080 x 2460 পিক্সেল।
  • ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত। 
  • চিপসেট হিসেবে Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) ব্যবহার করা হয়েছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং MIUI 14।
  • শাওমি পোকো m6 pro মোবাইলটিতে রয়েছে ৬/৮ জিবি র‍্যাম এবং ৬৪/১২৮ জিবি রোম। 
  • মোবাইল ফোনটিতে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
  • শেয়ার্ড সিম স্লট ব্যবহার করা হয়েছে কিন্তু মাইক্রোএসডিএক্সসি সাপোর্ট করবে না।
  • ৫০০০ এমপিয়ার এর বিশাল ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ।
  • স্ক্রিন লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা সাইড মাউন্টেড।

Xiaomi Redmi 13 মোবাইলের ভালো দিক

  • সেরা বিল্ড কোয়ালিটি।
  • 5000mAh লি-পলিমার ব্যাটারি।
  • বড় IPS LCD ডিসপ্লে।
  • 5G নেটওয়ার্ক সমর্থিত।

এখনো শাওমি রেডমি ১৩ মোবাইল এর মূল্য নির্ধারণ করা হয়নি।

রিয়েল মি নতুন মোবাইল

তিন নম্বরে রয়েছে রিয়েলমির একটি নতুন মোবাইল ফোন।  রিয়েল মি নতুন মোবাইল ফোনের মডেল হচ্ছে Realme C33। বর্তমানে ১৪ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো মোবাইল ফোন এবং বাজারে খুব ভালো বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সেরা মোবাইল

আসুন জেনে নেই রিয়েলমি সি৩৩ মোবাইল ফোনের স্পেসিফিকেশন-

  • নেটওয়ার্কঃ 2G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক, 4G নেটওয়ার্ক
  • ওজনঃ 187 গ্রাম
  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চির IPS LCD, 400 nits (টাইপ) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন 720 x 1600 পিক্সেল, 20:9 অনুপাত।
  • মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
  • মোবাইল ফোনটিতে চিপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc Tiger T612 (12 nm)
  • CPU হিসেবে রয়েছে Octa-core (2×1.8 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55)
  • মোবাইলটিতে রয়েছে ৪/৬ জিবি র‍্যাম এবং ৩২/৬৪/১২৮ জিবি রোম। 
  • স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
  • ৫০০০ এমপিয়ার এর বিশাল ব্যাটারি ।
  • স্ক্রিন লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা সাইড মাউন্টেড।

Realme C33 মোবাইল ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছেঃ 

  1. 3/32 জিবি = 13,999/
  2. 4/64 জিবি = 14,999/
  3. 4/128 GB = 15,999/
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *