সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩। সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 6 minutes

সেসিপ গণবিজ্ঞপ্তি বা সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএ।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP | Secondary Education Sector Investment Program )-এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় / দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত শর্তে অনলাইনে আবেদন ( e- Application ) আহবান করা যাচ্ছে ।

একনজরে সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩

  • চাকরির ধরণঃ এমপিওভুক্ত
  • মন্ত্রনালয়ঃ শিক্ষা মন্ত্রণালয়
  • নিয়োগ বিজ্ঞপ্তিঃ সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩
  • পদঃ ট্রেড ইন্সট্রাক্টর
  • শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ ১৯৮ টি 
  • ট্রেডের সংখ্যাঃ ১০ টি 
  • মোট পদঃ ২৪৭ জন
  • বয়সসীমাঃ ৩৫ বছর
  • যোগ্যতাঃ NTRCA নিবন্ধনধারী 
  • আবেদন শুরুঃ ১৫ জুন ২০২৩ 
  • আবেদনের শেষ তারিখঃ ০৩ জুলাই ২০২৩
  • আবেদনের মাধ্যমঃ অনলাইন

সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – শূন্যপদের বিবরণ

 

১. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: Civil Construction
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ১০
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ১
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ১১
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

২. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: Computer & Information Technology
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ৭০
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ২৭
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ৯৭
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৩. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম:  Dress Making
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ১৬
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০৩
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ১৯
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৪. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম:  Food Processing & Preservation
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ১৪
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০৫
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ১৯
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৫. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: General Electronics
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: 13
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: 04
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: 17
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৬. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: General Mechanics
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ০৩
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ০৩
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৭. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম:  Plumbing and Pipe Fitting
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ০৫
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০৩
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ০৮
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৮. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: Refrigeration & Air conditioning
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ১১
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০৫
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ১৬
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

৯. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর 

  • ট্রেডের নাম: Welding & Fabrication 
  • বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা: ০১
  • মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা: ০০
  • ট্রেডের বিপরীতে মোট শূন্য পদের সংখ্যা: ০১
  • মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ১৯৮

সেসিপ নিয়োগ প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা

২৪৭ ( দুইশত সাতচল্লিশ ) টি শূন্যপদের বিষয় , পদ ও প্রতিষ্ঠানভিত্তিক তালিকা এনটিআরসিএ এর ওয়েবসাইটের ( www.ntrca.gov.bd ) সেসিপ গণবিজ্ঞপ্তি-২০২৩ নামক সেবাবক্সে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট ( http://ngi.teletalk.com.bd ) এ ১৪/০৬/২০২৩ খ্রি:তারিখে বেলা ১২.০০ টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে ।

সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩ আবেদনকারীর যোগ্যতা

আবশ্যিক ভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবেঃ

  1. সংশ্লিষ্ট বিষয় ,পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে ;
  2. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে ;
  3. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিম্নরূপ কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে ;
  4. কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম ২য় বিভাগে ( সমমান সি.জি.পি.এ ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং / ডিপ্লোমা -ইন -টেকনিক্যাল এডুকেশন /ডিপ্লোমা -ইন -ভোকেশনাল এডুকেশন / ডিপ্লোমা -ইন টেক্সটাইল / কৃষি ডিপ্লোমা (০৩ (তিন) অথবা ০৪ (চার) বছর মেয়াদি) । সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশী ৩য় বিভাগ /শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না ।
  5. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে । আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্তহলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আবেদনকারীর বয়স

প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ খ্রি:তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে ।

NTRCA  e -application Form

  • প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে( স্কুল/মাদ্রাসায়) একটি মাত্র আবেদন করতে পারবেন ।
  • একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০ ( চল্লিশ) টি শিক্ষা প্রতিষ্ঠানের choice ( পছন্দ ) দিতে পারবেন । উক্ত পছন্দ প্রদানের পর কোন প্রার্থী যদি তার choice বহির্ভূত দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক হন তবে তাকে e -application ফরমে প্রদর্শিত other option নামক বক্সে yes click করতে হবে । যদি ইচ্ছুক না হন তবে no click করতে হবে ।
  • প্রার্থীর আবেদনে বর্ণিত Choice এর প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল Process করা হবে । যদি কোন প্রার্থীতার Choice অনুযায়ী কোন প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি Other Option এ Yes Click করেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল Process করা হবে ।
  • প্রতিষ্ঠান choice প্রদানের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো । যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই যে সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে / ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল পদে পরবর্তীতে / ভবিষ্যতে নিয়োগ পারিশ প্রদান করা যাবে না ।

সেসিপ আবেদন ফি

সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১০০০.০০ (এক হাজার ) টাকা ফি প্রদান করতে হবে । নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হবে ।

আবেদন ফি প্রদানের তারিখ ও সময় :

  • e -Application পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় : ১৫/০৬/২০২৩ খ্রি:সকাল ১০.০০ ঘটিকা।
  • e- Application জমা প্রদানের শেষ তারিখ ও সময় : ৩০/০৬/২০২৩ খ্রি:রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।
  • ৩০/০৬/২০২৩ তারিখ রাত ১২.০০ টা হতে শুধু Application ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অর্থাৎ 03/07/2023 খ্রি: তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন ।
  • অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট এবং www.ntrca.gov.bd ওয়েবসাইট – এ স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে । এ বিষয়ের একটি নমুনা ( ডেমো ) টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।

সেসিপ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং 37.00.0000.073.44.017.19-298 তাং 14/১১/২০২২ খ্রি:মূলে জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর ২০১৫ খ্রি: তারিখের ( স্মারক নং 37.00.0000.071.08.008.০৫ ( অংশ ) -১০৮১ মূলে ) জারিকৃত শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ০৭ নং অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করায় কর্মরত শিক্ষকদের (এমপিওভুক্ত ) আবেদন করার সুযোগ নেই।

যদি কোন প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত ( এমপিওভুক্ত) হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে ।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলী নীতিমালা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুলও কলেজ ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০২১ এর ১২.২ অনুচ্ছেদ , বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ (২৩.১১.২০২০ পর্যন্ত সংশোধিত ) এর ১২ ( খ ) অনুচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ [ ভোকেশনাল , ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম ), কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা ] (২৩.১১.২০২০ পর্যন্তসংশোধিত ) এর ২৩.৩ অনুচ্ছেদে কর্মরত (এমপিওভুক্ত ) শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন /বদলীর জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে।

সেসিপ আবেদন ফরম ২০২৩

  • e – Application ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে । নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে ।
  • নিয়োগ আবেদন ( e- Application ) ফরমটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না ।
  • সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসিএ’র পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে । এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের ( Applicant’s copy )একটি প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে ।

প্রার্থী নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়া 

  • প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধি -বিধান অনুসরণ করে Process করা হবে । 
  • সমন্বিত জাতীয় মেধা তালিকা থেকে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই এর জন্য নিরাপত্তা ভেরিফিকেশন করা হবে ।
  • নিরাপত্তা ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে । 
  • নির্বাচিত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে । 
  • নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ পত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি / গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
  • মামলা / আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না ।

অন্যান্য শর্ত সমূহ

১. নম্বর ক্রমিকে বর্ণিত শূন্য পদের বিবরণ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) এর নিকট থেকে প্রাপ্ত হওয়ায় ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোন জটিলতার জন্য এনটিআরসিএ কোনভাবে দায়ী থাকবে না।

২. এই গণবিজ্ঞপ্তির যে কোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে ।

SESIP Job Circular 2023

সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩। সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩। সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩। সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

যোগাযোগ

( এ শওকত ইকবাল শাহীন )

সদস্য ( যুগ্মসচিব )

শিক্ষাতত্ত্ব ওশিক্ষামান ( অতিরিক্ত দায়িত্ব)

এনটিআরসিএ , ঢাকা ।

ফোন নং – ০২-৪1030047

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *