কাস্টমস সিপাই পদের ফলাফল ২০২৩ (২০১৬ সালের আবেদন ও ২০২২ সালের আবেদন)

Posted on
Advertisement
Reading Time: 2 minutes

কাস্টমস সিপাই পদের নিয়োগ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি। কাস্টম হাউস, বেনাপোল , যশোরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ২০১৬ সাল এবং ২০২২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সিপাই পদের লিখিত পরীক্ষা আগামী ২৬-০৫-২০২৩খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে যশোরস্থ নিম্নোক্ত কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে ।

সিপাই পদের লিখিত পরীক্ষা আসন বিন্যাস ২০২৩

  • যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ,যশোর ২০১৬ সালে আবেদনকারী (৯০০০০৪-৯২৭০০০ )
  • যশোর কালেক্টরেট স্কুল,যশোর ২০২২ সালে আবেদনকারী ( ১৯০০০০০০৩ হতে ১৯০০০৩২২৯ )
  • যশোর সরকারি মহিলা কলেজ , যশোর ২০২২ সালে আবেদনকারী ( ১৯০০০৩২৩৬ হতে ১৯০০০৯৬১৮ )
  • সরকারী মাইকেল মধুসূদন কলেজ , যশোর ২০২২ সালে আবেদনকারী (১৯০০০৯৬১৯ হতে ১৯০০২৪০৬৮ )
  • ক্যান্টনমেন্ট কলেজ , যশোর ২০২২ সালে আবেদনকারী (১৯০০২৪০৭২ হতে ১৯০০৩৪৫৮১ )
  • যশোর জিলা স্কুল,যশোর ২০২২ সালে আবেদনকারী ( ১৯০০৩৪৫৮৮ হতে ১৯০০৩৯০২৫ )
  • যশোর সরকারি সিটি কলেজ , যশোর ২০২২ সালে আবেদনকারী ( ১৯০০৩৯০৩৬ হতে ১৯০০৪৫৪৮৮ )
  • যশোর পলিটেকনিক ইনিষ্টিটিউট ২০২২ সালে আবেদনকারী ( ১৯০০৪৫৪৯১ হতে ১৯০০৫১১৮৩ )

কাস্টমস লিখিত পরীক্ষায় অংশগ্রহণের শর্ত সুমূহ

  1. লিখিত পরীক্ষার দিন ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীগণ আবশ্যিকভাবে এ দপ্তর কর্তৃক ইস্যুকৃত মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রবেশ করবেন । এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
  2. লিখিত পরীক্ষার দিন ২০২২ সালের আবেদন অনুযায়ী আবেদনকারীগণ টেলিটক বাংলাদেশ লি . এর ওয়েবসাইট ( http://bch.teletalk.com.bd ) হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন । এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
  3. ২০১৬ সালের বিজ্ঞপ্তিঅনুযায়ী এ দপ্তর হতে ইস্যুকৃত প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র,তারিখ ও সময় যাই উল্লেখ থাকুক না কেন উপর্যুক্তছক মোতাবেক পরীক্ষার কেন্দ্র,তারিখ ও সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
  4. লিখিত , ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় কোন প্রকার টিএ /ডিএ প্রদান করা হবেনা ।

সিপাই পদের শারীরিক পরীক্ষার ফলাফল

আলোকিত কাস্টমস সিপাই পদে শারীরিক পরীক্ষার ফলাফল ১১-০১-২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৮-০১-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সিপাই পদের শারীরিক পরীক্ষা কাস্টম হাউস , বেনাপোলের অভ্যন্তরীন খেলার মাঠে অনুষ্ঠিত হয় । উক্ত শারীরিক  (Physical ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী গণের ফলাফল নিম্নরুপ:

২০২২ সালের আবেদন অনুযায়ী( Teletalk Bangladesh Ltd. ) উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরঃ

সিপাই পদের শারীরিক পরীক্ষার ফলাফল পিডিএফ 

সিপাই লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩

সিপাই পদে লিখিত পরীক্ষার ফলাফল, কাস্টম হাউস , বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ প্রদানের লক্ষ্যে ২৬-০৫-২০২৩খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সিপাই পদে লিখিত পরীক্ষায় বিভাগীয় নির্বাচন কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে উত্তীর্ণ প্রার্থীগণের রোল নম্বর( মেধাক্রম অনুযায়ী নয় ) নিম্নে উল্লেখ করা হলো।

২০২২ সালের আবেদন অনুযায়ী (Teletalk Bangladesh Ltd. ) উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরঃ

কাস্টমস সিপাই পদের ফলাফল ২০২৩ (২০১৬ সালের আবেদন ও ২০২২ সালের আবেদন)

কাস্টম সিপাই মৌখিক পরীক্ষার তারিখ ও সময়

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কাস্টম হাউস , সময় কাস্টম হাউস , বেনাপোলের ওয়েবসাইট ( www.bch.gov.bd ) এবং কাস্টম হাউস, বেনাপোলের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে ।

  • উল্লেখ্য, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর প্রবেশপত্র, লিখিত পরীক্ষার হাজিরায় স্বাক্ষর,ছবি ও অন্যান্য তথ্যাদি যাচাই করা হবে।
  • যাচাইয়ান্তে কোন অমিল পাওয়া গেলে তার পরীক্ষা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে । মৌখিক পরীক্ষায় কোন প্রকার টিএ / ডিএ দেওয়া হবে না

( মোঃ আবদুল কাইয়ুম )

ডেপুটি কমিশনার ও সদস্য সচিব ,

বিভাগীয় নির্বাচন কমিটি

কাস্টম হাউস , বেনাপোল। 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *