মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 4 minutes

“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত ও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও অন্যান্য যোগ্যতা দেখার জন্য আমাদের পোস্ট সম্পূর্ণ পড়ুন।

একনজরে ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

  • প্রতিষ্ঠানের নামঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
  • পদের নামঃ ল্যাব সহকারী
  • চাকরির ধরনঃ সরকারি চাকরি
  • নিয়োগ প্রকাশের তারিখঃ ০৩ জুন ২০২৩
  • পদ সংখ্যাঃ১ টি
  • শূন্য পদের সংখ্যাঃ ৫২ জন
  • আবেদনের যোগ্যতাঃ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন
  • আবেদন পাঠানোর মাধ্যমঃ অনলাইন
  • আবেদন গ্রহণ শুরুর তারিখঃ ১০-০৫-২০২৩, সকাল ১০.০০ ঘটিকা।
  • আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ ০৪-০৬-২০২৩, বিকাল ০৫.০০ ঘটিকা।
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.dnc.gov.bd

ল্যাব সহকারী পদে আবেদনের শর্ত সমূহ

  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং মৌখিক পরীক্ষায় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো পরিবর্তন/সংশোধন (যদি থাকে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।
  • প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • মৌখিক পরীক্ষার সময়ে সকল প্রকার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফর্মের প্রিন্টকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
  • প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • জেলার স্থায়ীনাগরিক প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান / মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান / শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান, এতিম, প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্রনৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও তাঁদের সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
  • কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক / সম্পূর্ণ পরিবর্তন / বাতিল এবং পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
    এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ল্যাব সহকারী নিয়োগ ২০২৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ল্যাব সহকারী নিয়োগ ২০২৩

 

কোটার নির্দেশনা ও অপেক্ষমাণ তালিকা

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার গত ১৭ এপ্রিল ২০২৩ তারিখের পরিপত্র নং ০5.00.0000.170.11.016.22-৯৬ এর নির্দেশনা। পরীক্ষায় সফল হয়ে উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং পূর্ববর্তী কোটার নির্দেশনা মেনে প্রার্থীদের প্রস্তাবিত খালি পদে সুপারিশ করা হবে।
  • এছাড়াও সুপারিশকৃত প্রতিটি পদের বিপরীতে ১:২ অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অপেক্ষমাণ তালিকা তৈরি করে গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে।
  • নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি হতে ইস্তফা প্রদান করলে খালি পদ পূরণের প্রয়োজনে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে খালি পদ পূরণ করা হবে।

লিখিত এবং মৌখিক পরীক্ষা

ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত এবং মৌখিক পরীক্ষা, এবং পরীক্ষার সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd থেকে পাওয়া যাবে।

আবেদনপত্র পূরণের শর্তাবলী

ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ এর সময়সীমা

i. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ এবং সময়: ১০-০৫-২০২৩, সকাল ১০.০০ ঘটিকা।

ii. অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ এবং সময়: ০৪-০৬-২০২৩, বিকাল ০৫.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন, এবং একই সময়ের মধ্যে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা করতে হবে।

  • অনলাইনে আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) পিক্সেল ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যগুলি যেমন পরবর্তীতে ব্যবহৃত হবে, সেমন ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই সঠিকতা নিশ্চিত করতে হবে। পুনরায় পূরণের ক্ষেত্রে পূরণকৃত তথ্যগুলির সঠিকতা নিশ্চিত করতে হবে।
  • প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষার সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

এসএমএস প্রেরণ ও পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী

ল্যাব সহকারী নিয়োগ এর অনলাইনে আবেদনপত্র (আপ্লিকেশন ফর্ম) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করলে কম্পিউটারে ছবিসহ আবেদনপত্র প্রিভিউ দেখা যাবে।

  • নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করলে প্রার্থীদের একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টর কপি পাবেন।
  • উক্ত অ্যাপ্লিকেন্ট কপির জন্য প্রার্থীদের ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
  • অ্যাপ্লিকেন্টর কপিতে একটি ইউজার আইডি নম্বর থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীদের যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফির ২০০ (দুইশত) টাকা অধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

এসএমএস প্রেরণ

প্রথম SMS : DNC <space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |

Example : DNC ABCDEF

Reply : Applicant’s Name , Tk -………… will be charged as application fee . Your PIN is 12345678. To pay fee Type DNC < Space > Yes < Space > PIN and send to 16222 .

দ্বিতীয় SMS : DNC < space > Yes < space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।

Example : DNC YES 12345678

Reply : Congratulations Applicant’s Name , payment completed successfully for DNC Application for post xxxxxxxxx User ID is (ABCDEF ) and Password ( xxxxxxxx ).

Online- এর আবেদনপত্রে উল্লেখিত মোবাইল ফোন নম্বরে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা , SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।

ল্যাব সহকারী নিয়োগ প্রবেশপত্র ডাউনলোড

SMS- এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর , পদের নাম , ছবি , পরীক্ষার তারিখ , সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print ( সম্ভব হলে রঙ্গিন ) করে নিবেন । প্রার্থী উক্ত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ( প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ।

User ID এবং Password পুনরুদ্ধার

শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ।
( i ) User ID জানা থাকলে DNC < space > Help < space > User < space > User ID & Send to 16222 .
Example : DNC Help User ABCDEF & send to 16222
( ii ) PIN Number জানা থাকলে DNC < space > Help < space > PIN < space > PIN No & Send to 16222 .
Example : DNC Help PIN 12345678 & send to 16222 .

মাদকদ্রব্য ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা , ২০২৩ এর বিজ্ঞপ্তি, Online- এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী , SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইটে ( http://dnc.teletalk.com.bd ) পাওয়া যাবে ।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *