রেলওয়ে ই টিকেট রেজিষ্ট্রেশন ২০২৩ ও অনলাইন ট্রেন টিকেট বুকিং

Posted on
Advertisement
Reading Time: 4 minutes

রেলওয়ে টিকেট ক্রয় করার প্রয়োজন আমাদের সবার হয় মাঝে মধ্যে। আমরা মানুষেরা মূলত ভ্রমণ পিপাসু হয়ে থাকি। আর সেই ভ্রমণ যদি হয় রেলওয়েতে বা ট্রেনে তাহলে তো আর কথাই নেই। আমরা অনেক মানুষ রয়েছি যে আমরা বাস লঞ্চ এর থেকে ট্রেনকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের দেশে ২০টির বেশি জেলায় রেললাইন রয়েছে ও ৪৮৯ টির বেশি রেলওয়ে স্টেশন রয়েছে আমাদের দেশে। এসব জেলা দিয়ে ট্রেন চলাচল করছে। আরো অনেক জেলা সমূহ রেললাইনের কাজ চলমান রয়েছে। আজকের আলোচনায় আমরা উপস্থাপন করেছি বাংলাদেশ রেলওয়ে টিকেট সম্পর্কে। চলুন তাহলে বাংলাদেশ রেলওয়ে টিকেট সম্পর্কে জেনেনি বিস্তারিত

রেলওয়ে টিকেট

নিয়ম অনুযায়ী বিনা টিকেট এ বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করা নিষিদ্ধ। সেহেতু আপনি যদি ভ্রমণ করতে চান সেহেতু আপনাকে অবশ্যই টিকেট ক্রয় করতে হবে। বর্তমান সময়ে আপনি রেলওয়ে টিকেট দুইভাবে ক্রয় করতে পারবেন।

  • অফলাইনে টিকেট ক্রয়
  • অনলাইনে টিকেট ক্রয় 

অফলাইনে টিকেট ক্রয়: অফলাইনে টিকেট ক্রয় করাকে বলতে বুঝায় যে আপনি নিজে রেলওয়ে স্টেশন এ গিয়ে স্বশরীরে উপস্থিত থেকে টিকেট ক্রয় করাকে বুজানো হয়। এতে যে ব্যক্তি টিকেট ক্রয় করবেন তাকে একটু কষ্ট করতে হয়। 

অনলাইনে টিকেট ক্রয়: অনলাইনে রেলওয়ে টিকেট ক্রয় করা বলতে ঘরে বসে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করাকে বুঝায়।এ মাধ্যমে যে ব্যক্তি টিকেট ক্রয় করবেন তাকে উপস্থিত হতে হয় না রেলওয়ে স্টেশনে। বরং সে ঘরে বসে মোবাইল ফোন এর মাধ্যমে ক্রয় করতে পারছেন মূহুর্তের মধ্যে। প্রযুক্তির কল্যানে এসব রেলওয়ে টিকেট সুবিধা পাওয়া যাচ্ছে ঘরে বসেই। 

ই-টিকেট (ওয়েবসাইট)

ই-টিকেট ওয়েবসাইট সম্পর্কে জানতে হলে আপনাকে আগে জানতে হবে যে ই-টিকেট কি। ই-টিকেট হলো অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করা। ই-টিকেট হলো অনলাইন নির্ভর ব্যবস্থা। অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে এর অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এ ভিজিট করতে হবে। 

বাংলাদেশ রেলওয়ে সময়সূচি

বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সময়সূচি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে বাংলাদেশ রেলওয়ে এর অফিশিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে। বাংলাদেশ রেলওয়ে সময়সূচি জানার উপায় নিয়ে উপস্থাপন করা হলো:

বাংলাদেশ রেলওয়ে এর সময় সূচি জানার জন্য আপনাকে বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইট গিয়ে মেনুতে ক্লিক করে TRAIN INFORMATION এ ক্লিক করে আপনি ফর্মে ট্রেনের নাম সার্চ করলেই আপনি বাংলাদেশ রেলওয়ে সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

সকল ট্রেনের সময়সূচি পিডিএফ 

১. পূর্বাঞ্চলের ট্রেনের সময়সূচি দেখতে ক্লিক করুন 

২. পশ্চিমাঞ্চলের ট্রেনের সময়সূচি দেখতে ক্লিক করুন 

বাংলাদেশ রেলওয়ে ই টিকেট রেজিষ্ট্রেশন বা E ticket railway gov bd registration

 আপনি যদি বাংলাদেশ রেলওয়ে থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে বা ই-টিকেট নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পূর্বে বাংলাদেশ রেলওয়েতে রেজিষ্ট্রেশন করতে হবে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার ধাপ সমূহ নিম্নে উল্লেখ করা হলো:

  • রেজিষ্ট্রশন করার জন্য আপনাকে https://eticket.railway.gov.bd/register/en এই লিংকে যেতে হবে। 
  • প্রথমে আপনাকে মোবাইল নম্বর ফর্মে উল্লেখ করতে হবে। 
  • তারপর NID কার্ডের নম্বর (জাতীয় পরিচয় পএ নম্বর)  ফর্মে উল্লেখ করতে হবে। 
  • এরপর আপনার জন্মতারিখ যেটি আপনার জাতীয় পরিচয় পএে দেওয়া আছে আপনি সেটি আপনি উল্লেখ করবেন। 
  • এরপর আপনি ক্যাপচার পূর্ন করবেন ও সাবমিট অপশনে ক্লিক করবেন। 
  • এরপর আপনি দেখবেন যে আপনার সামনে আপনার সামনে সকল ফলাফল চলে আসবে যেসকল তথ্য পূর্ণ করা নেই সেসকল তথ্য আপনি পূর্ন করে নিন।
  • এরপর ৬ সংখ্যার শক্তিশালী পার্সওয়াড ব্যবহার করুন। 
  • এরপর আপনার মোবাইলে OTP কোড আসবে।আপনি যে মোবাইল নম্বর পূর্বে দিয়েছিলেন। 
  • এটি দেওয়ার পর আপনি Save বাটনে ক্লিক করলে  আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। 

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং

অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার কিছু নিয়ম রয়েছে। আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় খুব সহজে করতে চান তাহলে এই সকল ধাপ আপনাকে ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। আপনি মাএ ৫ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে রেলওয়ে টিকেট ক্রয় করতে নিচের ধাপ সমূহ অনুসরণ করুন:

  • আপনি যদি রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগইন করুন বা আপনি রেজিষ্ট্রেশন করে লগইন করুন। 
  • এরপর আপনি বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইটের প্রথমপাতায় চলে আসুন। 
  • বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইটে আসার পর  আপনি দেখতে পাবেন একটি ফর্ম তালিকা। আপনি From এর আপনি যে স্থান থেকে উঠবেন সেটি নিশ্চিত করুন। 
  •  To তে আপনি যে স্থানে যাবেন বা আপনার গন্তব্য যে স্থানে সেটি নিশ্চিত করুন। 
  • Date of Journey এ আপনি কত তারিখে ভ্রমণ করতে চান সেটি নিশ্চিত করুন। 
  • Choose a Class আপনি বাংলাদেশ রেলওয়ে হতে কোন ধরনের সেবা পেতে চান সেটি নিশ্চিত করুন।
  • সকল ফর্ম পূর্ণ হলে SEARCH TRAINS এ ক্লিক করুন। আপনার সামনে ফলাফল চলে আসবে যে কতটি আসন খালি আছে ও আপনি কোন আসনে আসবেন তার উপর নির্ভর করে টাকা পেমেন্ট করতে হবে। 
  •  আপনি বাংলাদেশ রেলওয়ে টিকেট এর পেমেন্ট মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট ইত্যাদি)  ও ভিসা কার্ড এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। 
  • পেমেন্ট করার পর আপনি একটি pdf অংশ পাবেন। আপনি এটি ডাউনলোড করুন ও প্রিন্ট করে নিন। 

ট্রেনের ভ্রমণকে বলা হয় আরামপ্রিয় ভ্রমণ। প্রযুক্তির কল্যানে আজ ঘরে বসে বাংলা রেলওয়ের টিকিট সংগ্রহ করতে পারছেন। 

রেলওয়ে অ্যাপস

গুগল প্লে স্টোরে বাংলাদেশ রেলওয়ে এর অ্যাপস রয়েছে আপনি চাইলে  অ্যাপস ব্যবহার করতে পারবেন।এটি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ। “রেল সেবা” Rail Sheba অ্যাপটি অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য সুবিধাজনক এবং সহজ।

ট্রেনের অগ্রিম ই টিকেট / www.railway.gov.bd ticket

রেল সেবা এপস এ টিকেট বুকিং করতে-

  • আপনার অ্যাকাউন্টে লগইন করুন,
  • আপনার পছন্দসই ট্রেনগুলি অনুসন্ধান করুন,
  • আপনার আসন নির্বাচন করুন,
  • একটি অনলাইন এর মাদ্যমে পেমেন্ট করুন এবং
  • ই-টিকিট ব্যবহার করে সহজে ভ্রমণ করুন৷

বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য

বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য সাধারণত অবস্থান ভেদে বিভিন্ন হয়ে থাকে। আপনি যদি আপনার অবস্থান হতে আপনার গন্তব্য পর্যন্ত কত টাকা দেখতে চান তাহলে আপনি বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। 

ট্রেনের অগ্রিম টিকেট / www.railway.gov.bd ticket

বাংলাদেশ রেলওয়ে একটি নিদিষ্ট সময় পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রয় করেন। আপনি চাইলে ট্রেনের অগ্রিম টিকেট খুব সহজে ক্রয় করতে পারবেন। রেলের অগ্রীম টিকেট কাটার জন্য আপনাকে ই টিকেট ওয়েবসাইটে বা Rail Sheba এপস এ প্রবেশ করতে হবে। 

  • ই টিকেট রেজিষ্ট্রেশন করা থাকলে াপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
  • এখন আপনি যাত্রা শুরুর স্থান ও গন্তব্য স্থান দিয়ে যেই তারিখের টিকেট কিনতে চাচ্ছেন সেই তারিখ দিন।
  • এবারে আপনি আসন এর ধরণ নির্বাচন করে সার্স করলে অগ্রীম টিকেট দেখা যাবে।
  • এখন আপনার আসন সিলেক্ট করে পেমেণ্ট অপশনে গিয়ে পেমেন্ট করুণ।
  • যেকোন একটি পেমেন্ট মেথড বিকাশ,নগদ, রকেট, নেক্সাস পে, অ্যামেক্স অথবা ব্র্যাক বা সিটি ব্যাংক এর যেকোনো মাস্টার-কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। 

ট্রেন ভ্রমণের সুবিধা 

আমরা ট্রেন ভ্রমনকে অতন্ত্য সুবিধা জনক বলে মনে করি। তেমন জনসমাগম ছাড়া বহুক্ষণ ভ্রমণ ও প্রকৃতির সাথে থাকার অপর নাম ট্রেন ভ্রমণ। বাস,প্লেন, মটরসাইকেল ও অন্যান গাড়ি থাকলেও ক্লান্তিহীন ভাবে দীর্ঘ পথ আরামদায়ক ভাবে কাটাতে হলে আমরা বেছে নিয়ে থাকি রেলওয়ে ভ্রমণকে। 

শেষ কথা

আশা করি আপনি বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কিভাবে আপনি অনলাইনে টিকেট ক্রয় করবেন ও রেজিষ্ট্রেশন করবেন সে বিষয়ে আপনাকে পূর্ণ ধারণা দিতে চেষ্টা করেছি। পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *