রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও প্রবেশপত্র 2023

Posted on
Advertisement
Reading Time: 10 minutes

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরডিএ ভবন , বনলতা বা / এ, রাজশাহী -৬২০৩, www.rdarajshahi.gov.bd, স্মারক নং -২৫.৪0.0000.001.11.172.21.350 তারিখঃ ১৮/০৫/২০২৩ খ্রি: এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আরডিএ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করতে আমাদের এই পোস্ট সম্পূর্ন পড়ুন।

আজ আলোচনা করব আরডিএ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ রাউক এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদন ফরম ও আরডিএ প্রবেশপত্র প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। আসুন জেনে নেই কিভাবে আপনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন

Table of Contents

একনজরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

  • প্রতিষ্ঠানের নামঃ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ
  • চাকরির ধরনঃ সরকারি চাকরি202
  • নিয়োগ প্রকাশের তারিখঃ ১৯ মে ২০২৩
  • পদ সংখ্যাঃ ১৪ টি
  • শূন্য পদের সংখ্যাঃ ২৩ জন
  • সূত্রঃ দা ডেইলি অবজারভার
  • আবেদনের যোগ্যতাঃ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন
  • আবেদন পাঠানোর মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদন গ্রহণ শুরুর তারিখঃ ১৯ মে ২০২৩
  • আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ ১৫ জুন ২০২৩
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ https://rda.rajshahidiv.gov.bd

RDA Job Circular 2023

আপনি কি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে ইচ্ছুক? আপনি যদি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তে চাকরি করতে চান তাহলে আপনার জন্য আমাদের আজকের এই পোস্ট। আসুন জেনে নেই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা, যোগ্যতা ও বয়স সম্পর্কে বিস্তারিত।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১০/১০/২০১৮ খ্রি: তারিখের ২৫,০০,০০00.019.04.03.2000.৫৬৭ নং স্মারকে ২৩ টি শূন্যপদ পূরণের ছাড়পত্র এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২৯/১২/২০২২ খ্রিঃ তারিখের ২৫.০০.0000.053,011.019.২২.৩২০ নং পত্রে উক্ত ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নলিখিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ শূন্য পদের বিবরণ 

পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

০১ । পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল ) 

  • পদ সংখ্যাঃ ০১ টি
  • বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ।

০২।পদের নামঃ সহকারী নগর পরিকল্পক ( সহকারী টাউন প্লানার )

  • পদ সংখ্যাঃ ০১ টি| 
  • বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ।

০৩। পদের নামঃ  আইন কর্মকর্তা 

  • পদ সংখ্যাঃ ০১ টি | 
  • বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবী ।

০৪। পদের নামঃ  উপ সহকারী প্রকৌশলী (সিভিল ) 

  • পদ সংখ্যাঃ ০৩ টি | 
  • বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০ / – ( গ্রেড-১০ )
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হতে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ।

০৫ । পদের নামঃ  সাঁটলিপিকার কাম কম্পিউটার

  • পদ সংখ্যাঃ  ০২ টি 
  • বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ /- (গ্রেড-১৩ )
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটারে অপারেটর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং , ডাটা এন্ট্রি, ই -মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে । প্রার্থীর সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ৫০ শব্দ ও ইংরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে ।

০৬। পদের নামঃ ইমারত পরিদর্শক 

  • পদ সংখ্যাঃ ০১ টি 
  • বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। তবে স্থাপত্য / পুরকৌশলে ডিপ্লোমাধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

০৭ ।পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার 

  • পদ সংখ্যাঃ ০৫ টি 
  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল বা সমমানের মুদ্রাক্ষরিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রিও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে ।

০৮ ।পদের নামঃ  হিসাব সহকারী

  • পদ সংখ্যাঃ  ০১ টি 
  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।

০৯ । পদের নামঃ সার্ভেয়ার 

  • পদ সংখ্যাঃ ০১ টি 
  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ (দুই ) বৎসর মেয়াদী সার্ভে ( জরিপ ) কোর্স সার্টিফিকেটধারী হতে হবে । কোন সরকারী / আধা – সরকারী / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোন খ্যাতনামা বেসরকারী প্রতিষ্ঠানে জরিপকার হিসেবে কর্মরত ও অটোক্যাড এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।

১০ ।পদের নামঃ কার্য সহকারী 

  • পদ সংখ্যাঃ ০১ টি 
  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । উচ্চতর ডিগ্রি, প্রকৌশলে অথবা সার্ভে ( জরিপ ) কোর্স সার্টিফিকেটধারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

১১ । পদের নামঃ গাড়ী চালক ( হালকা ) 

  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ /
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ ভারী / হালকা যানবাহন চালনায় ৩(তিন ) বৎসরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।

১২ ।পদের নামঃ অফিস সহায়ক ( পূর্ববর্তী পদ নাম : এম.এল.এস.এস )

  • পদ সংখ্যাঃ ০২ টি 
  • বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

১৩ ।পদের নামঃ নিরাপত্তা প্রহরী 

  • পদ সংখ্যাঃ ০২ টি 
  • বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

১৪ ।পদের নামঃ  পরিচ্ছন্নতা কর্মী ( পূর্ববর্তী পদনাম :সুইপার / ঝাড়ুদার ) 

  • পদ সংখ্যাঃ ০১ টি 
  • বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ / 
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে।  উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য নিম্নলিখিত শর্ত সমূহ অবশ্যই পালন করতে হবে। আসুন জেনে নেই আবেদনের শর্ত সমূহ।

আবেদনের শর্তাবলীঃ

  • নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে https://www.rdarajshahi.gov.bd এ পাওয়া যাবে । 
  • আবেদন ফরম ও প্রবেশ পত্রে নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করতে হবে ।
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।
  • বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ।

বয়সসীমা

  • জনপ্রশাসন মন্ত্রণালয় , বিধি -১ শাখা এর ২২/০৯/২০২২ খ্রি:তারিখের 05.00.0000.170.11.017.২০-১৪৯ নং স্মারক অনুসারে প্রার্থীদের বয়স ২৫/০৩/২০২০ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে । 
  • তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য । 
  • বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র আগামী ১৫/০৬/২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে চেয়ারম্যান , রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বরাবর পৌঁছাতে হবে । সরাসরি কোন আবেদনপত্র এ কার্যালয়ে গ্রহণ করা হবে না ।

পরীক্ষা পদ্ধতি

  • বিজ্ঞাপনে উল্লিখিত পদের প্রার্থীগণ রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটি এর চাকুরী প্রবিধানমালা, ১৯৯১ অনুযায়ী বাছাই কমিটি কর্তৃক গৃহীত লিখিত , ব্যবহারিক ( প্রযোজ্য ক্ষেত্রে)ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণনা হলে নিয়োগের জন্য বিবেচিত হবেন না ।
  • সাঁটমুদ্রাক্ষরিক -কাম – কম্পিউটার অপারেটর , অফিস সহকারী – কাম – কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ীচালক (হালকা) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে । লিখিত ও ব্যবহারিক উভয় পরীক্ষায় উত্তীর্ণনা হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না ।
  • অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণনা হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ /ডি.এ দেয়া হবে না ।

আবেদনপত্র পাঠানোর নিয়ম ও ঠিকানা

  • চেয়ারম্যান , রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বরাবর আবেদন করতে হবে ।
  • খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা ( যদি থাকে ) এবং বাম পার্শে আবেদনকারীর পূর্ণনাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে ।
  • নির্ধারিত তারিখ অফিস সময়ের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না ।
  • বিভাগীয় / চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান , রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বরাবর আবেদন প্রেরণ নিশ্চিত করতে হবে । 
  • আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির আবেদন ফরম ২০২৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির আবেদন ফরম ২০২৩

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে :

( ক ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০২ (দুই ) কপি ৫ × ৫ সে.মি. আকারের রঙিন ছবি আবেদনের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে ।

( খ ) প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের কপি ।জাতীয় পরিচয় পত্র না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি ।

( গ ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের ফটোকপি ।

( ঘ ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর /পৌরসভার মেয়র /ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত০১ ( এক ) কপি নাগরিকত্ব সনদপত্রের কপি ।

ঙ) গাড়ীচালক ( ড্রাইভার ) পদের প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি ।

( চ ) সাঁট-মুদ্রাক্ষরিক- কাম -কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদনকারীগণকে শর্ট হ্যান্ড প্রশিক্ষণ সার্টিফিকেটের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আবেদন ফি

অর্থ বিভাগের ২২/০৯/২০২২ খ্রি:তারিখের 07.00.0000.172.37.003.14.262 সংখ্যক প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ প্রার্থীকে 

  • ১ হতে ২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৬০০ /-( ছয়শত ) টাকা , 
  • ৩ নং ও ৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০০ /-( পাঁচশত ) টাকা এবং 
  • ৫ নং থেকে ১১ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০ /-(দুইশত ) টাকা এবং
  • ১২ নং হতে ১৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০ /-( একশত ) টাকা

( অফেরতযোগ্য ) পে – অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে পে – অর্ডার/ ব্যাংক ড্রাফট নম্বর , তারিখ ,টাকার পরিমান এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড

নির্ভুল ঠিকানায় প্রবেশ পত্র ইস্যুর স্বার্থেআবেদনপত্রের সংগে নিজের নাম ও ঠিকানা সংবলিত ১৫ /- (পনেরো ) টাকার ডাক টিকিট লাগানো ৯.৫ ” × ৪.৫ ” সাইজের একটি আলাদা খাম সংযুক্ত করতে হবে ।

প্রবেশপত্র রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস / ওয়েবসাইট হতে সংগ্রহপূর্বক স্বহস্তে পূরণ (প্রযোজ্য অংশ ) করে আবেদনের সাথে দাখিল করতে হবে । প্রবেশ পত্রের নির্ধারিত স্থানে ৫ × ৫ সে.মি. আকারের ০১ ( এক ) কপি রঙিন ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির প্রবেশপত্র ২০২৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির প্রবেশপত্র, ২০২৩

মুক্তিযোদ্ধা কোটার কাগজপত্র 

বীর মুক্তিযোদ্ধা / বীর মুক্তিযোদ্ধাদের সন্তান /পোষ্যদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ১৮/১০/২০২০ খ্রি: তারিখের নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৪৮.00.0000.003.25.019.২০.৮৭৫ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ( www.molwa.gov.bd ) সংরক্ষিত / প্রকাশিত নিম্নবর্ণিত যেকোন একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্টমুক্তিযোদ্ধার নাম থাকতে হবে ।

( ১ ) ভারতীয় তালিকা :

( i ) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ;  (ii ) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ( পদ্মা);  (iii ) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা ); ( iv ) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর );  (v ) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা ,নৌ ও বিমান বাহিনী ) ; অথবা

( ২ ) লাল মুক্তিবার্তা:

( i ) লাল মুক্তিবার্তা (চূড়ান্ত লাল বই );  (ii) লাল মুক্তিবার্তাস্মরনীয় যারা বরণীয় যারা ; অথবা

( ৩ ) গেজেট :

( i ) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট ;  (ii ) প্রবাসে বিশ্ব জনমত গেজেট ;  (iii) বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতা প্রাপ্ত কর্মকর্তা গেজেট ;  (iv ) বিসিএস গেজেট ;  (v ) স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট ;  (vi ) বীরাঙ্গনা গেজেট ;  (vii ) স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট ; ( viii ) ন্যাপ কমিউনিষ্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট ; (ix ) বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট ; (x ) মুজিবনগর গেজেট ; অথবা

( ৪ ) বাহিনী গেজেট :

( i ) সেনাবাহিনী গেজেট ; (ii ) নৌবাহিনী গেজেট ; (iii ) বিমানবাহিনী গেজেট ; (iv ) বিজিবি গেজেট ; ( v) পুলিশ বাহিনী গেজেট ; ( vi) আনসার বাহিনী গেজেট ; ( vii ) নৌ কমান্ডো গেজেট ; অথবা

( ৫ ) শহীদ গেজেট :

( i ) শহীদ বেসামরিক গেজেট ; (ii ) সশস্ত্রবাহিনী শহীদ গেজেট ; (iii ) শহীদ বিজিবি গেজেট ; (iv) শহীদ পুলিশ গেজেট ;  অথবা

(৬) খেতাবপ্রাপ্ত : ( i ) খেতাবপ্রাপ্ত গেজেট ; অথবা

( ৭ ) যুদ্ধাহত:

( i ) যুদ্ধাহত গেজেট ; (ii ) যুদ্ধাহত পঙ্গু ( বর্ডার গার্ড বাংলাদেশ ) গেজেট ; (iii ) যুদ্ধাহত (বর্ডার গার্ড বাংলাদেশ) গেজেট ; (iv) যুদ্ধাহত সেনা গেজেট

উল্লেখ্য যে, উপর্যুক্ত প্রমানক /গেজেটের কোন একটিতে ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার নাম না থাকলে মুক্তিযোদ্ধা কোটায় কোন সুবিধা প্রাপ্ত হবেন না।

মুক্তিযোদ্ধা কোটায় চাকরির আবেদন পদ্ধতি

মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে আবেদনপত্রের সাথে দাখিল করতে:

প্রার্থীর মুক্তিযোদ্ধার যে তালিকা | প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক মুক্তিযোদ্ধার জন্ম তারিখ মন্তব্য , নাম , পিতার | বা গেজেটে ( উপর্যুক্তকর্তৃপক্ষ প্রদত্ত ওয়ারিশ সনদে পিতার ও মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা পুত্র/কন্যা ও নাতী /নাতনীর নাম ও ঠিকানা নাম রয়েছে | ক্ষেত্রে ছেলে /মেয়ে পক্ষ উল্লেখসহ ঠিকানা তার বিবরণ : ওয়ারিশন সনদ সংযুক্ত করতে হবে )

১। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ :

২। জাতীয় পরিচয় পত্রঅনুযায়ী জন্ম তারিখ :

৩। এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ :

৪। জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন /পৌরসভা / ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র অনুযায়ী জন্ম তারিখ।

মৌখিক পরিক্ষার প্রয়োজনীয় কাগজপত্র 

লিখিত ও ব্যবহারিক ( প্রযোজ্য ক্ষেত্রে)পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন /দাখিল করতে হবে :

( ক ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদপত্র /মূল সাময়িক সনদপত্র ।

( খ ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর /পৌরসভার মেয়র /ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ০১ (এক ) কপি নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে ।

(গ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে । তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর /পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন ( BDRIS সফটওয়্যার এ নিবন্ধিত ) মূল জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে ।

(ঘ) শর্টহ্যান্ড (প্রযোজ্য ক্ষেত্রে) প্রশিক্ষণের সনদপত্র ।

(ঙ) মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের শর্তাবলীর ৯ (ঞ ) অনুচ্ছেদে বর্ণিত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম সম্বলিত প্রমানক ।

(চ) অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ / প্রমাণক ।

(ছ) ড্রাইভিং লাইসেন্স ( প্রযোজ্য ক্ষেত্রে)।

(জ) অভিজ্ঞতার সনদপত্র ( যদি থাকে ) ( প্রযোজ্য ক্ষেত্রে)।

উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশপত্র দাখিল করতে হবে । মুক্তিযোদ্ধা জীবিত থাকলে ওয়ারিশপত্রে তার প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযোদ্ধা জীবিত না থাকলে ওয়ারিশপত্রে কমপক্ষে ০১ ( এক ) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে । কোন মুক্তিযোদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সম্বলিত ওয়ারিশপত্র দাখিল করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা/কার্যক্রম গ্রহণ করা ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদন করার জন্য আবেদনকারী কে  নিম্ন বর্ণিত শর্ত সমূহও  যথাযথভাবে পালন করতে হবে।  বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে আপনি অবশ্যই নিচের শর্ত খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নিবেন। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ার পর আপনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করুন।

  • অসত্য , অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণবিলম্বে প্রাপ্তও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে ।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি -বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে ।
  • নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য প্রার্থীতার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র / প্রমাণক আবেদনপত্রের সাথে দাখিল করতে না পারলে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে । কোটায় নিয়োগের জন্য প্রার্থীদের সনদ / প্রমাণক গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ড /নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
  • এ কার্যালয়ের ২১/০৮/২০১৪ খ্রি.তারিখের 040.001.000172.09.2014.57৬ নং নিয়োগ বিজ্ঞপ্তি মূলে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের মধ্যে হতে ” নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ ব্যতীত ” অন্যান্য পদে যে সকল আবেদন বৈধ বিবেচিত হয়েছে সে সকল বৈধ বিবেচিত আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
  • এ কার্যালয়ের ২২/০৫/২০১৯ খ্রি.তারিখের ২৫.৪০.0000.001.১১.১৭২ ( খন্ড-৯ ).১৪.৩২৩ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তিমূলে যে সকল আবেদনকারীর আবেদন বৈধ বিবেচিত হয়েছে সে সকল বৈধ বিবেচিত আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
  • কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন , সংযোজন , বিয়োজন , পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিবা নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে ।
  • এ নিয়োগ কার্যক্রম সমাপ্ত হওয়ার পূর্বে সরকার কর্তৃক নিয়োগ /কোটা সংক্রান্ত বিধিবিধানের কোন পরিবর্তন করা হলে এ ক্ষেত্রে পরিবর্তিত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে ।
  • আবেদনপত্র গ্রহণ/ বাতিল ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।এ বিষয়ে কোনরূপ আপত্তি উত্থাপন করা যাবে ।
  • কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ২০২৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *