বিকাশ লেনদেনের নতুন দৈনিক ও মাসিক লিমিট

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

বিকাশ একাউন্ট ব্যবহারকারীরা চাইলেই যে কোন পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন না। বিকাশ ব্যবহারকারীদের জন্য লেনদেনের সীমা নির্ধারণ করে দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। প্রতিটি গ্রাহককে বিকাশের লেনদেনের শর্ত সমূহ মেনে প্রতিদিনের লেনদেন করতে হবে। আজকে আমরা জানবো বিকাশ লেনদেনের লিমিট অর্থাৎ একজন গ্রাহক প্রতিদিন কত টাকা করতে পারবে।

বিকাশ লেনদেনের লিমিট

  • একজন বিকাশ একাউন্ট হোল্ডার তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন (এজেন্ট এবং এটিএম থেকে সম্মিলিতভাবে)
  • প্রতি লেনদেনে সর্বনিম্ন পেমেন্টের পরিমাণ ১টাকা। অন্যান্য ক্ষেত্রে, মার্চেন্টের ধরন অনুযায়ী সর্বোচ্চ লিমিট ভিন্ন হতে পারে।
  • একজন বিকাশ একাউন্ট হোল্ডার যে কোন মুহূর্তে তার একাউন্টে-এ সর্বোচ্চ ৩০০,০০০ টাকা রাখতে পারবেন।
  • একটি বিকাশ একাউন্ট থেকে যেকোনো সময়ে একবারে প্রিপেইড নাম্বারে সর্বোচ্চ *১,০০০ টাকা এবং পোস্টপেইড নম্বরে সর্বোচ্চ *৫,০০০ টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন।
  • রেমিটেন্স-এর ক্ষেত্রে বিদেশ থেকে একজন ব্যক্তি বাংলাদেশে প্রতিদিন ১২১,৯৫১ টাকা পর্যন্ত এবং মাসে সর্বোচ্চ ৪৩৯,০২৪ টাকা পাঠাতে পারবেন। প্রেরিত অর্থের সাথে ২.৫% সরকারী প্রণোদনা যুক্ত হবে।
  • অপারেটরের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও  বাংলালিংক নাম্বারে সরাসরি মোবাইল রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন লিমিট ২০ টাকা। তবে, ১৪ থেকে ১৯ টাকার মধ্যে কোনো ধরনের প্যাক অথবা অফার থাকা সাপেক্ষে গ্রামীণফোন ও রবি গ্রাহকেরা বিকাশ এর মাধ্যমে রিচার্জ করে প্যাক বা অফারটি নিতে পারবেন। শুধুমাত্র এয়ারটেল গ্রাহকেরা ১২ থেকে ১৯ টাকার মধ্যে ও বাংলালিংক গ্রাহকেরা ১১ থেকে ১৯ টাকার মধ্যে প্যাক বা অফার থাকা সাপেক্ষে বিকাশ এর মাধ্যমে রিচার্জ করে অফারটি নিতে পারবেন

বিকাশ লেনদেনের নতুন লিমিট/ Bkash Limit 2023

বিকাশ লেনদেনের নতুন দৈনিক ও মাসিক লিমিট

এক নজরে দেখে নিন বিকাশ লেনদেনের নতুন দৈনিক ও মাসিক লিমিট। 

লেনদেনের সীমা
লেনদেনের প্রকার সর্বোচ্চ সংখ্যক লেনদেন প্রতি লেনদেনে সর্বোচ্চ পরিমাণ
দিনে মাসে সর্বনিম্ন (টাকা) সর্বোচ্চ (টাকা) দিনে (টাকা) মাসে (টাকা)
এজেন্ট থেকে ক্যাশ ইন  ১০ ১০০ ৫০ ৩০,০০০ ৩০,০০০ ২০০,০০০
ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি ২০ ৫০ ৫০ ৫০,০০০ ৫০,০০০ ৩০০,০০০
সেন্ড মানি  ৫০ ১০০ ০.০১ ২৫,০০০ ২৫,০০০ ২০০,০০০
বিকাশ টু ব্যাংক ৫০ ১০০ ৫০ ৫০,০০০ ৫০,০০০ ৩০০,০০০
মোবাইল রিচার্জ​ ৫০ ১৫০০ ১০* ১,০০০* ১০,০০০ ১০০,০০০
পেমেন্ট প্রযোজ্য নয় প্রযোজ্য নয় প্রযোজ্য নয় প্রযোজ্য নয় প্রযোজ্য নয়
এজেন্ট থেকে ক্যাশ আউট ১০ ১০০ ৫০ ২৫,০০০ ২৫,০০০ ১৫০,০০০
এটিএম থেকে ক্যাশ আউট (পার্টনার ব্যাংক) ৩,০০০ ২০,০০০
এটিএম থেকে ক্যাশ আউট (ব্র্যাক ব্যাংক) ৩,০০০ ১০,০০০
ইন্টারন্যাশনাল রেমিটেন্স ১০ ৫০ ৫০ ১,২৫,০০০

(২.৫% সরকারি প্রণোদনাসহ)

১,২৫,০০০

(২.৫% সরকারি প্রণোদনাসহ)

৪,৫০,০০০

(২.৫% সরকারি প্রণোদনাসহ)

পে বিল(ইউটিলিটি) প্রতি বিলারের সীমা সম্পর্কে জানতে পে-বিল> প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এ ভিজিট করুন
পে বিল(ক্রেডিট কার্ড) কোনো লিমিট নাই

বিকাশ পার্সোনাল নাম্বারে দৈনিক ও মাসিক লিমিট

ক্যাশ ইন সেবাটির মাধ্যমে এজেন্ট থেকে প্রতি লেনদেনে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত গ্রহন করতে পারবেন। এছাড়া জানিয়ে রাখছি প্রতিদিন সর্বোচ্চ ৫ বার (৩০,০০০ টাকা পর্যন্ত) এবং মাসে সর্বোচ্চ ২৫ বার (২০০,০০০ টাকা পর্যন্ত) আপনি ক্যাশ ইন করতে পারবেন।
ক্যাশ আউট সেবাটির মাধ্যমে এজেন্ট নাম্বার-এ আপনি এক দিনে লেনদেনে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন এবং সারা মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন। এছাড়া প্রতিদিন সর্বোচ্চ ৫ বার (২৫,০০০ টাকা পর্যন্ত) এবং মাসে সর্বোচ্চ ২০ বার (১৫০,০০০ টাকা পর্যন্ত) আপনি ক্যাশ আউট সেবাটির মাধ্যমে লেনদেন করতে পারবেন।
আপনি ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি সেবাটির মাধ্যমে দিনে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেন্ড করতে পারবেন এবং সারা মাসে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানির মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ বার এবং মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা সেন্ড করতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

১. দৈনিক কত বার মোবাইল রিচার্জ করা যাবে?

মোবাইল রির্চাজ সেবাটির মাধ্যমে প্রতি লেনদেন সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা মোবাইল রির্চাজ করতে পারবেন। এছাড়া জানিয়ে রাখছি প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার (১০,০০০ টাকা পর্যন্ত) এবং মাসে সর্বোচ্চ ১৫০০ বার (১০০,০০০ টাকা পর্যন্ত) আপনি মোবাইল রির্চাজ করতে পারবেন।
শুধুমাত্র বাংলালিংক গ্রাহকরা সর্বনিম্ন ৫ টাকা থেকে রিচার্জ করতে পারবেন ।

২. বিকাশে কি লিমিট বাড়ানো যায়?

দুঃখিত, বিকাশের সকল গ্রাহকের জন্য লিমিট একই।

৩. বিকাশ থেকে মাসে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবো? 

আপনি এক মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।

৪. পার্সোনাল বিকাশ একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

একটি পার্সোনাল বিকাশ একাউন্টে একজন গ্রাহক সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন।

৫. বিকাশ এজেন্ট নিতে কতো টাকা ইনভেস্ট করতে হয়? 

বিকাশ এজেন্ট হওয়ার ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য নয়।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *