বিকাশ পিন রিসেট করার পদ্ধতি ২০২৩। Bkash Pin Reset 2023

Posted on
Advertisement
Reading Time: 4 minutes

বিকাশ একাউন্টের পিন রিসেট করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে। বিকাশ একাউন্টের পিন ভুলে গেলেও, নিজে নিজেই বিকাশ পিন রিসেট করতে পারবেন। শুধু *247# ডায়াল করেই নয়, এখন বিকাশ এর পিন ভুলে গেলে রিসেট করুতে পারবেন আপনার মোবাইলের বিকাশ অ্যাপ থেকেই। আসুন জেনে নেই কিভাবে Bkash Pin Reset করতে পারবেন সেই বিষয়ে। 

বিকাশ পিন রিসেটের নিয়ম ২০২৩

আজকে আমরা জানবো কিভাবে অ্যাপস ব্যবহার করে বিকাশের পিন রিসেট করা যায় এবং বাটন মোবাইল এর মাধ্যমে ডায়াল করে বিকাশের পিন পরিবর্তনের বিস্তারিত নিয়ম।

বিকাশ পিন রিসেট করার পদ্ধতি ২০২৩। Bkash Pin Reset 2023

অ্যান্ড্রয়েড এপস এ বিকাশ পিন পরিবর্তনের নিয়ম

অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের বিকাশ একাউন্টের পিন পরিবর্তন করার জন্য নিচে বর্ণনা করা পদ্ধতি গুলো ধাপে ধাপে অনুসরণ করুনঃ

  • অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন। 
  • ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন।
  • স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে। 
  • এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
  • এরপর উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন।
  • ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন।
  • বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
  • আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন।
  • পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন।

এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি নিজেই আপনার বিকাশ একাউন্ট এর পিন নম্বর ভুলে গেলে তা রিসেট করে নতুন পিন নম্বর সেট করতে পারবেন।

iPhone ইউজারদের জন্য:

অ্যান্ড্রয়েডের পাশাপাশি অনেক আইফোন ব্যবহারকারী তাদের মোবাইলে বিকাশ অ্যাপস ব্যবহার করেন। আই ও এস অ্যাপস এ বিকাশ পিন নম্বর পরিবর্তন করার জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুনঃ

  • অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
  • ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
  • পপ-আপ ব্যানারে দেখানো *247# ডায়াল করার বাটনে ট্যাপ করুন
  • My bKash মেন্যুতে গিয়ে iPhone পিন রিসেট কনফার্ম করার জন্য ‘৮’ চাপুন 
  • পিন রিসেট কনফার্ম করার পর অ্যাপে ফিরে আসুন এবং পিন রিসেট জার্নি সম্পন্ন করুন।  

বাটন মোবাইলে বিকাশ পিন রিসেট নিয়ম

*247# ডায়াল করে পিন রিসেট এর ক্ষেত্রে:

  • *247# ডায়াল করুন
  •  পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন
  • আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন
  • আপনার জন্মসাল দিন
  • গত ৯০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
  • টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)
  • অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে
  • এখন নতুন পিন সেট করতে *247# ডায়াল করুন
  • My bKash এ যেতে 1 সিলেক্ট করুন
  • পিন পরিবর্তন করতে 1 সিলেক্ট করুন
  • এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিন
  • এবার আপনার নতুন পিন সেট করুন (মনে রাখবেন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা সর্বশেষ ৩ বার ব্যবহার হয়নি এবং “০” দিয়ে শুরু নয়)
  • আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন
  • আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে। 

বর্তমান বিকাশ পিন পরিবর্তনের নিয়ম

*247# ডায়াল করে বর্তমান পিন পরিবর্তনের ক্ষেত্রে:

  • *247# ডায়াল করার পর ৯ টাইপ করে My bKash সিলেক্ট করুন
  • ৩ টাইপ করে Change PIN সিলেক্ট করুন
  • আপনার বর্তমান পিন নাম্বারটি দিন
  • ৫ ডিজিটের একটি নতুন পিন  নাম্বার দিন
  • পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন
  • আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন এবং নতুন পিনটি সেট হয়ে যাবে

বিকাশ পিন রিসেটের সময় খেয়াল রাখুন:

  • গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ৩ বার পিন রিসেট করার জন্য চেষ্টা করতে পারবেন। তৃতীয় চেষ্টা সফল হোক বা ব্যর্থ, পরবর্তী ৮ ঘণ্টার জন্য অ্যাপের মাধ্যমে পিন রিসেটের চেষ্টা করা যাবেনা। 
  • চেহারা স্ক্যান করার জন্য গ্রাহক ২ মিনিট সময় পাবেন।
  • চেহারা স্ক্যান করার পর সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে স্ক্যানিং প্রসেস চলাকালে গ্রাহক যদি পূর্বের পেইজে ফিরে আসেন, তবে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে।    
  • যদি একজন গ্রাহক একটি নতুন পিন সেট করেন, তাহলে তিনি পরবর্তী ৮ ঘণ্টার জন্য কোনো চ্যানেলের মাধ্যমে আবার পিন সেট করতে পারবেননা।
  • যে সকল গ্রাহক জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি) ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার জন্য নিবন্ধন করেছেন, তারা অ্যাপের মাধ্যমে পিন রিসেট করতে পারবেননা।
  • চেহারা স্ক্যানিং প্রসেসের অঙ্গভঙ্গি শেখার জন্য গ্রাহক ৮ সেকেন্ড পাবেন।
  • যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিকাশ একাউন্ট নিবন্ধিত না থাকে, তাহলে তিনি একটি ব্যানার দেখতে পারবেন যেখানে অ্যাপের মাধ্যমে পিন রিসেট না হতে পারার বিষয়টি উল্লেখ করা থাকবে। পাশাপাশি *247# ডায়াল করে পিন রিসেট করার বিষয়টি উল্লেখ করা থাকবে।
  • চেহারা স্ক্যানিং প্রসেস চলাকালে অ্যাপ বন্ধ বা ডিলিট হয়ে গেলে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে এবং গ্রাহককে আবারো নতুন করে শুরু করতে হবে।
  • যাচাই প্রক্রিয়া ব্যর্থ হওয়ার বিষয়টি গ্রাহক স্ক্রিনে দেখতে পারবেন এবং গ্রাহককে পুশ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
  • যাচাই প্রক্রিয়া চলাকালে অ্যাপ পুনরায় চালু করার পর গ্রাহককে তার ফোন নাম্বার এবং OTP দিতে হবে। সফল OTP ভেরিফিকেশনের পর গ্রাহক পরবর্তী ধাপে যেতে পারবেন। 
  • যদি অস্থায়ী পিন বা নতুন পিন সেটিংয়ের সময় শেষ হয়ে যায়, তাহলে অ্যাপ বা *247# থেকে পিন রিসেট করা যাবেনা। 
  • যদি অস্থায়ী পিন সেট করার পেইজ থেকে গ্রাহক আগের পেইজে চলে আসেন, তাহলে অ্যাপটি বন্ধ করে আবার চালু করতে হবে।

আমরা আজকে আপনাদের ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা বিকাশ একাউন্টের পিন পরিবর্তন এবং পিন রিসেট করার নিয়ম জানালাম। আশা করি আপনি সঠিকভাবে আপনার বিকাশ একাউন্ট এর পিন নম্বর পরিবর্তন এবং রিসেট করতে পারবেন। এছাড়াও আপনার বিকাশ একাউন্ট এর পিন নম্বর এবং কোন ধরনের ওটিপি কারো সঙ্গে শেয়ার করবেন না, এতে আপনি প্রতারণার শিকার হতে পারেন। যদি আপনার কোন ধরনের সমস্যা হয় তাহলে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. আমার বিকাশ একাউন্ট পিন ও আমার সিম কার্ড পিন কি একই?

উত্তরঃ না, দুইটি নম্বর সম্পূর্ণভাবে ভিন্ন।

২.আমি আমার পিন ভুলে গেলে কি করব?

উত্তরঃ  নিজস্ব বিকাশ একাউন্টের পিন রিসেট করতে *২৪৭# এ ডায়াল করে ১০ প্রেস করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। অথবা কল করুন ১৬২৪৭ নম্বর-এ । বিস্তারিত জানতে ভিজিট করুন [email protected] , লাইভ চ্যাটে অংশগ্রহণ করতে ক্লিক করুন https://livechat.bkash.com/ অথবা নিকটতম কাস্টমার সেন্টার এ যোগাযোগ করুন ।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *