প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত প্রশ্নোত্তর ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 2 minutes

২০২৩-২৪ অর্থ বছরের প্রাথমিক উপবৃত্তি তথ্য আপডেট, চাহিদা তৈরি ও প্রশ্নোত্তরঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের জন্য উপবৃত্তি পোর্টালে (https://pesp.finance.gov.bd) জানুয়ারি ২০২৩ থেকে জুলাই -২০২৩ সালের উপবৃত্তির চাহিদা তৈরি করতে হবে। উপবৃত্তির চাহিদা তৈরি করার জন্য উপবৃত্তি পোর্টাল যথা সময়ে খুলে দেওয়া হবে। উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি  সংক্রান্ত  প্রশ্নোত্তর ২০২৩

প্রশ্নঃ পোর্টালে ডিসবার্সমেন্ট শিট/পেমেন্ট হিস্টরি,পে-রোল রিপোর্ট কবে নাগাদ যুক্ত হবে?

উত্তরঃ চলতি মাসের ১৫ মে ২০২৩ তারিখের মধ্যে যুক্ত হবে আশা করছি। 

প্রশ্নঃ বিগত কিস্তির টাকা যারা এখনো পায়নি তাদের কী হবে?

উত্তরঃ জানুয়ারি-জুলাই/২০২৩ কিস্তির অর্থ বিতরণের পর সকল ধরনের বকেয়া অর্থ বিতরণ করা হবে।

প্রশ্নঃ যৌথ শিক্ষার্থীদের একজন টাকা পেয়েছে আরেকজন পায়নি। তাদের কী হবে?

উত্তরঃ ইএফটি তে একাউন্ট সিঙ্গেল হওয়ায় এমন হয়েছে।বাদ পড়া অন্য একজনের একাউন্ট সমন্বয় করে উপবৃত্তি প্রদান করা হবে।

প্রশ্নঃ যে সকল শিক্ষার্থীদের টাকা বিভিন্ন  সমস্যার কারণে বাউন্স ব্যাক হয়েছে/রিটার্ন গেছে তাদের কী হবে?

উত্তরঃ জানুয়ারি-জুলাই/২০২৩ কিস্তির অর্থ বিতরণের পর সকল ধরনের বকেয়া অর্থ বিতরণ করা হবে।

প্রশ্নঃ নগদ একাউন্ট কী স্বয়ংক্রিয়ভাবে  খুলে যাবে?

উত্তরঃ না। অবশ্যই নগদ একাউন্ট খুলতে হবে।

প্রশ্নঃ যাদের নগদ একাউন্ট আছে এখন কী শুধু তাদের চাহিদা প্রেরণ করবো?

উত্তরঃ না। সকল শিক্ষার্থীর চাহিদা প্রেরণ করতে হবে। সকল অভিভাবকের নম্বরে নগদ একাউন্ট খুলতে হবে।

প্রশ্নঃ স্কুলে দেওয়া বিকাশ/ রকেট বা অন্য একাউন্ট। অভিভাবকের এনআইডি দিয়ে অন্য নম্বরে নগদ খুলেছে। এখন কী করবে?

উত্তরঃ অন্য নম্বরে খোলা নগদ একাউন্ট বন্ধ করে স্কুলে দেওয়া নম্বরে নগদ খুলতে হবে।

প্রশ্নঃ চাহিদা প্রেরণ করে পরে একাউন্ট খোলা যাবে কী?

উত্তরঃ যাবে। তবে এক্ষেত্রে নগদ ছাড়া অন্য একাউন্টগুলোতে টাকা ঢুকবে না। বাউন্স ব্যাক হবে। তাই দ্রুত অভিভাবকদের দেয়া মোবাইল একাউন্টগুলো নগদ করতে হবে।

প্রশ্নঃ মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করা যাবে কী?

উত্তরঃ ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। তবে আগে যেভাবে নির্দেশনা আসে সেভাবে কাজ করতে হবে। তারপর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে।

প্রশ্নঃ শিক্ষার্থীর যে শ্রেণিতে থাকার কথা তা না দেখিয়ে পোর্টালে অন্য শ্রেণি দেখাচ্ছে। করণীয় কী?

উত্তরঃ যখন এডিট অপশন যুক্ত করবে তখন হালনাগাদ করতে হবে।

প্রশ্নঃ কোন কোন শিক্ষার্থীর টাকা বাউন্স ব্যাক বা ফেরত গেছে তা কিভাবে দেখবো?

উত্তরঃ পোর্টালে ডিসবার্সমেন্ট সিট/পেমেন্ট হিস্টোরি/পে-রোল রিপোর্ট যুক্ত হলে সব দেখতে পাবেন।

প্রশ্নঃ আইডি পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী?

উত্তরঃ উপজেলার শিক্ষা অফিসার মহোদয়ের  হোয়াটসআপ গ্রুপের মাধ্যমে  উপবৃত্তি বিভাগে যোগাযোগ করে সমাধান করতে হবে।

প্রশ্নঃ অনেক শিক্ষক বদলি হয়েছেন। আবার অনেকে অবসরে গেছেন। তাহলে কী নতুন করে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে?

উত্তরঃ আগামী অর্থবছর আইডি পাসওয়ার্ড পরিবর্তন করা হবে। তাই এবছর পুরাতন আইডি পাসওয়ার্ড দিয়েই কাজ করতে হবে।

প্রশ্নঃ পেমেন্ট হিস্টোরি কী ডাউনলোড  এবং প্রিন্ট করা যাবে?

উত্তরঃ পিডিএফ ফাইল ডাউনলোড   করে প্রিন্ট করা যাবে।

প্রশ্নঃ নগদ একাউন্টের ক্ষেত্রে কোন ম্যাসেজ আসে না কেনো?

উত্তরঃ এবার ডিপিও, টিইও, এটিইও স্যারদের মোবাইলে ম্যাসেজ যাবে। উনারা প্রতিটি স্কুলে জানিয়ে দেবে।

প্রশ্নঃ সকল শিক্ষার্থীর টাকা একসাথে আসে না কেনো?

উত্তরঃ এবার জেলা/উপজেলা ভিত্তিক সংশ্লিষ্ট জেলা/উপজেলার সকল শিক্ষার্থীদের টাকা একসাথে প্রেরণ করা হবে। 

প্রশ্নঃ নগদের হেল্প লাইন থেকে একাউন্টের পিন রিসেটসহ যেকোনো সেবা পেতে বেগ পেতে হয় কেন?

উত্তরঃ নগদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সেবা সহজীকরণ করার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে এলাকাভিত্তিক ক্যাম্পেইন করবে নগদ কর্তৃপক্ষ। 

প্রশ্নঃ ট্রান্সফার গ্রহণ হয় না কেন?

উত্তরঃ আপাতত ট্রান্সফার অপশন বন্ধ আছে। প্রয়োজনে এ অপশন আবার চালু হবে।

প্রশ্নঃ জন্ম নিবন্ধন আপডেট করতে চাইলে কীভাবে করতে হবে?

উত্তরঃ বর্তমানে এটা বন্ধ আছে।সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে পরবর্তীতে এই সুযোগ পাওয়া যাবে।

পরিশেষ সঠিক তথ্য প্রদানকৃত  কোন শিক্ষার্থী উপবৃত্তির  থেকে বঞ্চিত হবে না। সকল সমস্যার সমাধান করেই তবে অর্থ প্রাপ্তি নিশ্চিত করা হবে।

সৌজন্যে: হেল্পিং পেজ অন ই- মনিটরিং

প্রনয়ণে: মাসুদ রানা

 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *