প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি ২০২৩ [১ম ধাপ]

Posted on
Advertisement
Reading Time: 5 minutes

গরীবের বিসিএস হিসেবে খ্যাত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষা -২০২৩ এর ১ম ধাপের পরীক্ষা আগামী সেপ্টেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হবে। যাদের প্রস্তুতি এখন বেটার লেভেলে আছে তাদের প্রস্তুতিকে বেস্ট লেভেলে নিতে এবং যাদের প্রস্তুতি জিরো লেভেলে আছে তারাও যাতে হিরো হওয়ার প্রস্তুতি নিয়ে এক্সাম হলে যেতে পারেন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।

আমি স্বপ্ন সারথি আপনাকে অভয় দিচ্ছি যদি আপনি আমার এই এক্সাম স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে” ইউ শ্যাল উইন।ইউ উইল বি দ্য প্রাউড মেম্বার অব দ্য বিগেস্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অব আওয়ার কান্ট্রি।”আপনি পাবেন শিক্ষকতার মহান ব্রতে ব্রতী হওয়ার এক সুবর্ণ সুযোগ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩

আগামীকাল থেকে আপনার করণী : আজ আপনি মানসিক প্রস্তুতি নিন আগামীকাল ভোরে  আপনার ঘুম ভাঙবে মঙ্গল গ্রহে। এই কয়েক দিন আপনি একাই থাকবেন ওখানে। কাউকে চেনেন না,জানেন না,প্রয়োজনও নেই।আপনি শুধু জানেন আপনাকে চাকরি পেতে হবে তাই বই পড়তে হবে। পড়ার রাজ্যই হবে আপনার পৃথিবী। শুধু খাওয়ার সময় কিছু লোকজনকে আপনি চিনবেন(মা,বাবা,ভাই, বোন,স্বামী, স্ত্রী………..)। 

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩

  • আপনি আপনার সমস্ত মনোযোগ একসুতায় গেঁথে বই পড়বেন।তাহলে একবার পড়লেই সব মনে থাকবে।
  • প্রতিদিন কমপক্ষে ১৪ ঘন্টা বই পড়বেন।
  • রাতে ৬-৭ ঘন্টা ঘুমাবেন।ঘুম ঘুম লাগলে বিকালে একঘন্টা ঘুমাবেন।
  • প্রতিদিন ২ টি সিদ্ধ ডিম,একটি কলা এবং এক গ্লাস দুধ খাবেন।
  • মৌসুমি ফল খাবেন।
  • ভাতের সাথে সবজি,ডাল ও মাছ খাবেন।মাংস খাবেন না।খেলে চিকেন খাবেন।
  • প্রচুর পানি পান করবেন।
  • বই পড়লে প্রচুর খুদা লাগবে তাই বার বার খাবেন।
  • দিনে ১০-১৫ বার প্রাণায়াম করবেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষার সিলেবাস PDF 

বাংলা (২০),ইংরেজি (২০),গণিত (২০) এবং সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান (২০) বিষয় থেকে ৮০ টি প্রশ্ন থাকবে। একটু হেরফের হতে পারে। প্রথম ধাপের কোয়েসচেন অ্যানালাইসিস করে দেখা গেছে কোয়েসচেন প্যাটার্ন আগের স্টাইলেই আছে। তাই ভয় পাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো অবকাশ নেই।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি বাংলা 

ব্যাকরণে জোর দিন(১৫+ থাকবে আশা করা যায়)।

১.কারক

২.সমাস

৩.সন্ধি

৪.প্রকৃতি ও প্রত্যয়

৫.বানান

৬.বাক্য শুদ্ধি

৭.শব্দের উৎপত্তিগত ও অর্থগত শ্রেণিবিভাগ

৮.সমার্থক শব্দ

৯.বিপরীত শব্দ

১০.বাগধারা

অবশ্যই দেখুন- 

১.ভাষা সম্পর্কিত প্রশ্ন

২.পদ(বিশেষণ,সর্বনাম, অব্যয়,ক্রিয়া,দ্বিরুক্ত,পদিশ্রিত)

৩.এককথায় প্রকাশ

৪.বচন

৫.লিঙ্গ

৬.পারিভাষিক শব্দ

৭.বাক্যান্তর

সাহিত্য (কম আসবে)

১.রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, শরৎচন্দ্র,মাইকেল, ফররুখ, শামসুর রাহমান,জসীম উদদীন, বেগম রোকেয়া, পঞ্চপান্ডব+,কিছু বিখ্যাত বইয়ের লেখকদের নাম পড়বেন।

২.বিখ্যাত পঙক্তি, নীতিকথামূলক পঙক্তি, মরমী শিল্পীদের বিখ্যাত কিছু গান।(কোনো বই থেকে চ্যাপ্টারগুলো পড়ে নিলে ভালো হবে।

কোন বই পড়বেন- 

১.যেকোন বই থেকে কনসেপ্ট ক্লিয়ার হয় সেভাবে রিডিং পড়বেন।তারপর বিগত প্রশ্নের সমাধান পড়বেন আর পেন্সিল দিয়ে উত্তরটি দাগাবেন।তাহলে রিভাইজ দেওয়ার সময় টাইম কম লাগবে।

২.শীকর ব্যকরণ ও সাহিত্য পাঠ,অগ্রদূত, শীকর প্রশ্নপাঠ,এমপিথ্রি থেকে পড়তে পারেন।

আরো দেখুনঃ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ঃ ইংরেজি পরিক্ষার প্রস্তুতি 

Most Crucial Grammar:

Part A

1.Parts of Speech and Identification of Parts of speech

2.Articles and Determiners

3.Subject Verb Agreement and Right Form of Verbs

4.Conditional Sentences 

5.Voice Change

6.Narration and Transformation

7.Correction

8.Preposition

9.Tense

10.Degree

You Have to Memorise:

Part B

1.Number and Gender

2.Phrases and Idioms

3.Synonyms and antonyms

4.Spellings

5.Translation

6.Group Verbs

7.Meanings of Phrases

8.Phrases and Clauses

Literature(Less Imporant)

Part C

1.Literary terms

2.Name of some books of famous writers

3.Some quotations

প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড কোনটা ভালো- 

For part A you can go through the Master Guide by stepping topicwise by following  oxygen guidelines.

For part B and C you should memorise previous questions of job exams.

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি গনিত 

১.সংখ্যা (অঙ্ক,সংখ্যা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, মূলদ,অমূলদ সংখ্যা, বর্গমূল, ঘনমূল)

২.মান নির্ণয় ও উৎপাদক

৩.ধারা

৪.সূচক ও লগ

৫.ভগ্নাংশ

৬.শতকরা

৭.ঐকিক নিয়ম

৮.লসাগু ও গসাগু

৯.পরিমাপ,ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোনমিতি, কোণ,বাহু,রেখা,রশ্মি।

১০.লাভ-ক্ষতি ও সুদকষা

১১.অনুপাত-সমানুপাত

১২.গড়,মধ্যক,সেট,অসমতা,বিন্যাস

প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত গাইড কোনটা ভালো-

খায়রুলস বেসিক ম্যাথ,ম্যাথ ককটেল ,শাহীস ম্যাথ বা যেকোন বই।

সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান

সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞানের জন্য সময় নষ্ট করার দরকার নেই। কমনগুলো সবাই আনসার করতে পারবে।

১.আপনি জব সলুশান থেকে বিগত তিন বছরের পিএসসি’র কোয়েসচেন, ৩৫-৪৩ এর প্রিলি কোয়েসচেন এবং বিগত সালের প্রাইমারি কোয়েসচেন  পড়বেন।

২.বঙ্গবন্ধু ও তার লেখা বই, মুক্তিযুদ্ধ,চলমান মেগা প্রজেক্ট,এসডিজি,  বাজেট,অর্থনৈতিক সমীক্ষা,অর্থনৈতিক অঞ্চল,  বাংলাদেশ সরকারের বিভিন্ন অর্জন, সফলতা,জাতীয় বিষয়সমূহ,ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি  এবং রিসেন্ট ইস্যু পড়া যেতে পারে।

করনীয় –

১.৪টি বিষয়ই বিভিন্ন বই থেকে রিডিং পড়বেন।

২.শুধু এমসিকিউ গুলো আবার রিডিং পড়বেন।

৩.জব সলুশান থেকে ৩৫-৪৩ বিসিএস প্রিলি কোয়েসচেন (বাংলা, ইংরেজি, জিকে,বিজ্ঞান ) পড়বেন। ২০১৯,২০২০ ও ২০২১ সালের প্রিলি প্রশ্নগুলো পড়বেন।

৪.প্রতিদিন ৫টি মডেল টেস্ট এক্সাম দেবেন।বিগত প্রাইমারি প্রশ্নসমূহ একটি প্রাইমারি গাইড থেকে সমাধান করবেন।

৫. রেস্ট নেবেন।কুল থাকবেন।কোনো সাবজেক্টে দুর্বলতা থাকলে চোখ বুলাবেন।রাত ১০ টার মধ্যে ঘুমাবেন।বিকালের পরে চা/কফি খাবেন না।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার হলে করনীয় –

১. লিখিত  পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

২. পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না।

৩. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এজাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত জিনিসপত্র সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তাহলে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে।

৫. আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবির মাধ্যমে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬. আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সঙ্গে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষরসহ সব তথ্যে মিল থাকতে হবে।

৭. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

৮. একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি প্রবেশপত্রে উল্লেখ আছে।

৯. পরীক্ষাকেন্দ্রে যে ওএমআর ফরমটি দেওয়া হবে, সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত কোডটি বৃত্তে ভরাট করতে হবে।

১০. পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোডগুলো এবং ওএমআর ফরমের সেট কোড ভিন্ন হবে। পরীক্ষার্থী ওএমআর সেট কোডের বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন, তা পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দেবেন। পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্ন্নটি পেলেন কি না তা নিয়ে নিশ্চিত হবেন।

১১. প্রবেশপত্রে নির্ধারিত ওএমআরের সেট কোড ছাড়া অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১২. রোল বা সেট কোডের বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৩. হাজিরা শিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে। তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৪. ওএমআর ফরমের উপরিভাগের নির্ধারিত সব টেক্সট বক্স নির্দেশনা অনুযায়াী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৫.হাতের লেখা যাচাই এর জন্য আপনাকে বাংলাদেশ সম্পর্কে তিনটি বাংলা বাক্য এবং দুইটি ইংরেজি বাক্য লিখতে হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ওএমআর ফরম পূরন

৩ টি বাংলা বাক্য 

  1. প্রাকৃতিক রূপবৈচিত্রে ভরা আমাদের এই বাংলাদেশ।
  2. এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
  3. বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত।

২ টি ইংরেজি বাক্য 

  1. Bangladesh is a riverine country. 
  2. The economy of our country mainly depends on agriculture.

ওএমআর ফরম পূরনের পরে করনীয়

১.প্রশ্ন হাতে পাওয়ার পরে সময় নষ্ট করবেন না।যে প্রশ্নগুলো প্রথম দর্শনেই পারবেন সেগুলো ২৫-৩০ মিনিটের মধ্যেই পূরণ করে করে ফেলুন।কোনো প্রশ্ন হার্ড লাগলে প্রশ্নে গোল দাগ দিয়ে চলে যান।ভাবলে পারবেন সেগুলো রাইট দাগ দিয়ে রাখুন।সময় বাঁচবেে। 

২.আবার শুরু করুন।ভুল উত্তরের জন্য . ২৫ কাটা গেলেও সাহস করে বেশি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন।

দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় নিয়োগ।প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক  নিয়োগ দেওয়ার কথা রয়েছে। জীবদ্দশায় এমন সুযোগ হয়তো আর পাবেন না।সময় চলে গেলে সাধন করেও আর কোন লাভ হবে না।এবার জব পেতে নম্বর অনেক কম লাগবে হয়তো (কারণ কোটার আধিক্য কম থাকা এবং রেকর্ড নিয়োগ)।তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করুন।নিয়মিত প্রার্থনা করুন।পরম প্রভুর শরণাপন্ন হোন। আপনি সফল হবেনই।শুভ কামনা রইলো। 

সচরাচর জিজ্ঞাসা

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ পরীক্ষা কবে হবে? 

উত্তরঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রাইমারি শিক্ষক নিয়োগ যোগ্যতা কি?

উত্তরঃ স্নাতক বা সমমান ডিগ্রী। 

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ মেয়েদের যোগ্যতা কি?

উত্তরঃ স্নাতক বা সমমান ডিগ্রী। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কত জন নিবে? 

উত্তরঃ এটা এখনো পরিষ্কার নয়। তবে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন কত নম্বরের?

উত্তরঃ মোট ৮০ টি MCQ থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর কত?

উত্তরঃ উপজেলা ভিত্তিক কাট মার্ক আলাদা আলাদা হয়। তবে নিয়োগ পরীক্ষার পাস নম্বর কমপক্ষে ৪০।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার কোথায় পাবো?

উত্তরঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *