নগদ ক্যাশ আউট চার্জ কত ও ক্যাশ আউট করার পদ্ধতি ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

এই প্রথম বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর ইতিহাসে সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা নিয়ে আসলো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ । এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ’ অ্যাপস এ এবং ১৩ টাকা ৫ পয়সাতে (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ ইসলামিক’ অ্যাপে আর ইউএসএসডি-তে। যেকোনো পরিমাণ ক্যাশ আউট-এর ক্ষেত্রে আনুপাতিক হারে চার্জ প্রযোজ্য হবে। নগদ ক্যাশ আউট চার্জ কত তা বিস্তারিত নিম্নোক্ত টেবিলে দেখুন । এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত

নগদ ক্যাশ আউট চার্জ কত

অ্যাপ-এ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১১.৪৮ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১১.৪৮৮৫ টাকা।

উপরের শর্ত প্রসঙ্গে উল্লেখ্য যে, অ্যাপ, ইউএসএসডি (এসএমএস) এবং ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত চার্জসমূহের মধ্যে যদি কোন অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, তবে ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত ক্যাশ আউট চার্জটি অগ্রাধিকার পাবে।

নগদ ক্যাশ আউট করার নিয়ম ২০২৩

মোবাইল ব্যাংকিং সেবা নগদ একাউন্ট থেকে টাকা তোলার জন্য আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটি হচ্ছে নগদ এপপ্স এর মাধ্যমে ক্যাশ আউটউট অথবা ডায়াল করে ক্যাশ আউট। 

নগদ অ্যাপস থেকে ক্যাশ আউট করার পদ্ধতিঃ 

১. নগদ উদ্যোক্তা পয়েন্টে বা নগদ এজেন্ট দোকানে যান।

২. আপনার নগদ অ্যাপস এ লগ ইন করুন এবং ক্যাশ আউট অপশনটিতে প্রবেশ করুন। অথবা *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন। 

৩. QR কোড স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নাম্বার টাইপ করুন।

৪. নগদ একাউন্ট থেকে যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চান সেই টাকার পরিমাণ লেখুন।

৫. আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি টাইপ করুন (আপনার পিন নাম্বারটি গোপন রাখবেন)।

৬. লেনদেনটি নিশ্চিত করুন, এবং উদ্যোক্তার কাছ থেকে আপনার টাকা সংগ্রহ করুন।

ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা গ্রহণের পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন। 

আরো পড়ুনঃ নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করার সঠিক নিয়ম ও টাকা ভূল নম্বরে গেলে করণীয় 

*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার পদ্ধতি

১. নগদ উদ্যোক্তা পয়েন্টে বা নগদ এজেন্ট দোকানে যান।

২. *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন। 

৩. আপনি যেই দোকান থেকে ক্যাশ আউট করবেন সেই দোকানের এজেন্ট নাম্বার বা উদ্যোক্তার নাম্বারটি টাইপ করুন।টাইপ করা হয়ে গেলে ডায়াল অপশনে চাপ দিন।

৪. এবারে আপনি নগদ একাউন্ট থেকে যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চান সেই টাকার পরিমাণ প্রবেশ করান।  টাকার পরিমাণ দিয়ে আবারো ডায়াল অপশনে চাপ দিন।

৫.  এখন আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি টাইপ করুন (আপনার পিন নাম্বারটি গোপন রাখবেন)। পিন নাম্বার দিয়ে পুনরায় ডায়াল করলে আপনার ক্যাশ আউটটি সফলভাবে সম্পন্ন হয়েছে মর্মে একটি নোটিফিকেশন দেখতে পারবেন। 

৬. লেনদেনটি নিশ্চিত করুন, এবং উদ্যোক্তার কাছ থেকে আপনার টাকা সংগ্রহ করুন।

ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা গ্রহণের পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।

পার্সোনাল নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি 

থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে চারটি ধাপ অনুসরণ করতে হবে। আপনার মোবাইলে রিচার্জ করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুনঃ 

১।*১৬৭# ডায়াল করে নগদ মোবাইল মেন্যু ওপেন করুন। 

২। যে নাম্বারে রিচার্জ করতে চান সেই মোবাইল নম্বরটি দিন। 

৩। রিচার্জ এর পরিমাণ লিখুন। 

৪। ব্যালেন্স রিসিভ করুন

মোবাইল রিচার্জ হয়ে গেলো!আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

গ্রামীনফোনে নগদ থেকে রিচার্জ করার নিয়ম 

এখন আপনি গ্রামীণফোন এর *১২১# ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন ;

ধাপ ১: ডায়াল করুন *১২১#

ধাপ ২: নগদ রিচার্জ অপশন পেতে “০” সিলেক্ট করুণ

ধাপ ৩: নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে “১” সিলেক্ট করুণ

ধাপ ৪: সিলেক্ট করুণ রিচার্জের ধরণ

ধাপ ৫: জিপি মোবাইল নাম্বার দিন

ধাপ ৬: রিচার্জের পরিমান টাইপ করুণ

ধাপ ৭: মোবাইল রিচার্জ সম্পন্ন হওয়ার জন্য নগদ একাউন্ট পিন দিন

ধাপ ৮: মোবাইল রিচার্জ সাকসেস্ফুল এসএমএস পাবেন

নগদ ক্যাশ আউট চার্জ কত ও ক্যাশ আউট করার পদ্ধতি ২০২৩
নগদ ক্যাশ আউট চার্জ কত ও ক্যাশ আউট করার পদ্ধতি ২০২৩

নগদ থেকে পোস্টপেইড বিল পরিশোধের পদ্ধতি ২০২৩ 

নগদ একাউন্ট দিয়ে আপনি নিম্নোক্ত মোবাইল অপারেটরগুলোর প্রিপেইড রিচার্জ ও পোস্ট-পেইড বিল পরিশোধ করতে পারবেন:

  1. গ্রামীণফোন
  2. রবি
  3. এয়ারটেল
  4. টেলিটক
  5. বাংলালিংক

আপনাদের সুবিধার কথা ভেবেই নগদ-এ চলছে সেরা মোবাইল রিচার্জ অফার। এখন নগদ থেকে রিচার্জ করলেই পাবেন বেশি লাভ। দেশের সকল অপারেটরের গ্রাহকরাই নগদ থেকে দারুণ রিচার্জ অফারগুলো এনজয় করতে পারবেন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *