এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ ও ফলাফল দেখার নিয়ম | বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 4 minutes

২০২৩ সালের এসসএসি পরিক্ষা গত মে মাসে ৩০ তারিখে শেষ হয়ে গিয়েছে। এর মধ্যেই দুমাস কেটে গেল। বর্তমানে শিক্ষার্থীরা ব্যাকুল আগ্রহে জানতে চাচ্ছে যে তাদের এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে। এর মধ্যে কিছু শিক্ষার্থী রয়েছেন যারা সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত সার্চ দিচ্ছে যে কবে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দিবে। আজকে আলোচনায় আপনি এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন এসএসসি রেজাল্ট ২০২৩ এর রেজাল্ট প্রকাশের দিন ও কিভাবে দেখবেন ও বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে । নিচে বিস্তারিত উপস্থাপন করা হলো:

এসএসসি রেজাল্ট ২০২৩

জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ ধাপে কেউবা ভালো রেজাল্ট করে আবার কেউবা ঝরে পড়ে। প্রতিবছর ১০ লক্ষ এরও বেশি শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়ে থাকে। এ বছর ১৯ লাখের বেশি শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করে। এরই মধ্যে জানা গিয়েছে ২০২৩ সালে কবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আগামী ২০২৩ সালের জুলাই মাসের ৩০ তারিখে এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে এটি আলোচনা সাপেক্ষে পরবর্তীতে পরিবর্তিত হতে পারে। 

এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

আপনি মূলত দুটি উপায়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে পারবেন। একটি হলো অনলাইন ভিত্তিক ও অন্যটি হলো হলো এসএমএস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট ২০২৩ দেখা। আমরা মূলত এখানে দুইটি উপায়ে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন এই সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরেছি। 

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৩ 

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম:

  • একটি বাটন বা স্মার্টফোনের প্রয়োজন হবে। 
  • মোবাইলের মেসেজ অপশনে যান। 
  • তারপর আপনি টাইপ করুন SSC<>BOARD<>ROLL<>YEAR 
  • আপনি প্রথমত SSC লিখবেন। 
  • BOARD তারপর আপনার বোর্ডের সংক্ষিপ্ত নাম (নিচে সংক্ষিপ্ত নাম উল্লেখ করা আছে)
  • Roll আপনার SSC পরিক্ষার রোল নম্বর। 
  • আপনি যদি ২০২৩ সালে পরিক্ষা দিয়ে থাকেন তাহলে Year এ আপনি 2023 লিখুন।
  • তবে সম্পূর্ণ লেখাটি ইংরেজিতে লিখতে হবে। 
  • তারপর আপনি এই মেসেজটি পূর্ণ করে পাঠিয়ে দিন ১৬২২২ মোবাইল নম্বরে। 

তবে এখানে বিভিন্ন বোর্ড ভেদে বিভিন্ন নাম রয়েছে তা হলো:

ঢাকা শিক্ষা বোর্ড: Dha

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: Chi

বরিশাল শিক্ষা বোর্ড: Bar

যশোর শিক্ষা বোর্ড: Jes

কুমিল্লা শিক্ষা বোর্ড:com

রাজশাহী শিক্ষা বোর্ড : Raj

সিলেট শিক্ষা বোর্ড :Syl

দিনাজপুর শিক্ষা বোর্ড: Din

মাদ্রাসা শিক্ষা বোর্ড: Mad

টেকনিক্যাল শিক্ষা বোর্ড: Tec

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: 

অনলাইনে এসএসসি রেজাল্ট ২০২৩ / eboardresults com

অনলাইনে এসএসসি রেজাল্ট ২০২৩ আমরা দেখাকে আমরা সহজ মনে করি SMS এর থেকেও সুবিধা মনে করি। কারন আমরা এখান থেকে আমাদের প্রাপ্ত রেজাল্ট বা ফলাফল মার্কশিট আমরা ডাউনলোড করতে পারি। রেজাল্ট প্রকাশের পর কিছু সময় অপেক্ষা করবেন। কারণ রেজাল্ট প্রকাশের পর সার্ভার বিজি থেকে অনেক ভিজিটর এর কারনে। নিচে অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম উল্লেখ করা হলো:

  • আপনি প্রথমে ভিজিট করুন https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে।  
  • Education Board Result BD ওয়েবসাইট যাবার পর 
  • Examination অপশনে SSC সিলেক্ট করুন। 
  • Year আপনি কত সালের মানে ২০২৩ সালের রেজাল্ট দেখতে হলে 2023 সিলেক্ট করুন। 
  • Board আপনি যে বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরিক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন। 
  • Result Type এ আপনি নিজের রেজাল্ট দেখতে চাইলে Individual Result অপশনে ক্লিক করুন। 
  • Roll ফর্মে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর দিন। 
  • Registration ফর্মে আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিন। 
  • এবার আপনি ক্যাপচার পূর্ণ করুন। 
  • এরপর আপনি Get result এ ক্লিক করুন এবং Web based Result দেখুন। 
এসএসসি রেজাল্ট ২০২৩
?????????????????????????

এরপর আপনার সামনে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে মার্কশিট সহ ফলাফল আপনি দেখতে পাবেন। এছাড়া বোর্ড গুলোর নিজস্ব ওয়েবসাইট রয়েছে।যেখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন। 

নিচে বোর্ড সমূহের তালিকা লিংক দেওয়া হলো:

ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল : http://dhakaeducationboard.gov.bd/

রাজশাহী শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://rajshahieducationboard.gov.bd/

কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://comillaboard.portal.gov.bd/

যশোর শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল:  http://jessoreboard.gov.bd/

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://bise-ctg.portal.gov.bd/

বরিশাল শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://barisalboard.gov.bd/

সিলেট শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://sylhetboard.gov.bd/

দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://dinajpureducationboard.gov.bd/

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসএসসি ফলাফল: http://mymensingheducationboard.gov.bd/

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার পর ভুলক্রমে তার রেজাল্ট খারাপ আসতে পারে বা ফেল আসতে পারে। শিক্ষার্থীর যদি তার প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলে সেই শিক্ষার্থী পুনরায় তার খাতা চেক করার জন্য  কোথায় কি সমস্যা রয়েছে তা রিচেক করাতে পারবেন। এই বিষয়টিকে বোর্ড চ্যালেঞ্জ বলা হয়। তবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কয়েকটি নিয়ে গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে যা আপনার অবশ্যই থাকতে হবে ও পালন করতে হবে। 

(১) এসএসসি পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর আপনার থাকতে হবে 

(২) আপনি যে বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ বা আপনার খাতা রয়েছে করাতে চাচ্ছেন সেই বিষয়টির সাবজেক্ট কোড নাম্বার আপনাকে জানতে হবে। 

(৩) আপনার একটি টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে। 

(৪) বোর্ড থেকে নির্ধারিত ফি যা আপনার এই টেলিটক সিমের ব্যালেন্সে থাকতে হবে। 

SSC Board Challenge 2023

উপরোক্ত প্রয়জনীয় তথ্য অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ নিচে আলোচনা করা হলো: 

  • মেসেজ অপশনে টাইপ করবেন  টেলিটক সিমের মাধ্যমে পাঠাবেন যে RSC<স্পেস> শিক্ষাবোর্ডের ৩ অক্ষর<সাবজেক্ট কোড নম্বর> এটি ১৬২২২ নম্বরে পাঠাবেন। 
  • যদি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেন্জ করতে চান তাহেলে সাবজেক্ট কোড এর পাশে (,) কমা দিয়ে দিতে হবে। 

বোর্ড চ্যালেন্জ ২০২৩ কত তারিখ

বোর্ড চ্যালেন্জ সাধারণত রেজাল্ট প্রকাশের দিন থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত সময় থাকে আবার কখনো কখনো এই সময় বৃদ্ধি পায়। তবে সময় থাকতে আপনি যে সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেটি তারাতাড়ি করতে পারেন কারন সার্ভার ডাউন থাকতেও পারে পরে। 

শেষ কথা

আশা করি আপনি এই পোস্ট থেকে এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে এ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন ও জানতে পেরেছেন যে কিভাবে আপনি অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখবেন ও কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধুকে জানিয়ে দিতে পারেন আপনি সেহেতু আপনার বন্ধুর কাছে এই পোস্টটি শেয়ার করুন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *