বিভাগীয় প্রার্থী হিসেবে এটিও আবেদনের নির্দেশনা ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 2 minutes

বিভাগীয় প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এটিও পদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা জারি করেছে।

সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন

নির্দেশনায় বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন, লিখিত পরীক্ষার অনুমতি এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র প্রদানের দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট ন্যস্ত থাকবে।

প্রধান শিক্ষকদের এটিও আবেদনের ছাড়পত্র

এছাড়া প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির দায়িত্ব বিভাগীয় উপপরিচালকগণের নিকট ন্যস্ত করা হলো এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র প্রদান করবে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া সহকারী ও প্রধান শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। কারন পিএসসি এর প্রজ্ঞাপন এ বিভাগীয় প্রার্থী হতে হলে উক্ত ডিপার্টমেন্ট এ কমপক্ষে ২ বছর চাকুরী করতে হবে। তাই যারা এটিও পদে আবেদন করবেন তারা অবশ্যই নির্দেশনা পড়বেন

এটিও আবেদন

সরকারি বিধি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়ম অনুযায়ী সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, টেলিটকের সিস্টেম অনুযায়ী দুই বছরের কম অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারছেন। কিন্তু সরকারি বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী বলতে দুই বছরের অভিজ্ঞদের বোঝায়, সে হিসেবে এখন কম অভিজ্ঞতা নিয়ে আবেদন করতে পারলেও পরে প্রার্থী বাছাইয়ের সময় বাদ পড়তে পারে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *