প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি তথ্য সংশোধন ও ভুল মোবাইল নাম্বার পরিবর্তন ২০২৩

Posted on
Advertisement
Reading Time: 3 minutes

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এখন অনলাইনে অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপবৃত্তি তথ্য সংশোধন এর জন্য সার্ভার ওপেন করেছে। উপবৃত্তি সার্ভারের লিংক pesp finance gov bd। এই সার্ভারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করার পর উপবৃত্তির চাহিদা প্রস্তুত করা হয়। তবে তথ্য প্রদানের সময় অনেকের মোবাইল নম্বর ভুল বা মোবাইল নম্বর হারিয়ে যায়। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আইবাস রিটার্ন অপশনে চলে যায়। 

উপবৃত্তি বিতরণের তথ্য

প্রাথমিক শিক্ষার্থীদের জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ এবং রকেটের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে জানুয়ারি ২০২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত এই ছয় মাসের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং সেবা নগদ ও বিকাশ এর মাধ্যমে বিতরণ করা হয়েছে। 

জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ এই ছয় মাসের উপবৃত্তি শুধুমাত্র মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমেই বিতরণ করা হয়েছে।

উপবৃত্তি পোর্টাল থেকে পে রোল রিপোর্ট ডাউনলোড

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সংশ্লিষ্ট উপবৃত্তির পোর্টালে লগইন করে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। 

  1. শিক্ষার্থীদের পেমেন্ট রিপোর্ট দেখার জন্য pesp finance এ প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  2. লগইন করার পর আপনি ড্যাশবোর্ড থেকে সরাসরি পেমেন্ট রিপোর্ট অপশনে ক্লিক করুন।
  3. এখান থেকে পে রোল রিপোর্ট নামক অপশন এ ক্লিক করুন।
  4. পে রোল রিপোর্টে ক্লিক করার পর রিপোর্টের ধরন নির্বাচন করুন।
  5. প্রতিটি শিক্ষার্থীর রিপোর্ট আলাদা ভাবে দেখতে আপনি বিস্তারিত প্রতিবেদন এই অপশনটি সিলেক্ট করুন।
  6. যে অর্থ বছরের রিপোর্ট দেখতে চান সেটি নির্বাচন করুন।
  7. প্রতিবেদন তৈরি করুন অপশনে ক্লিক করুন।
  8. অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল বা কম্পিউটারে পিডিএফ আকারে শিক্ষার্থীদের উপবৃত্তির পেমেন্ট প্রতিবেদন বা পে রোল রিপোর্ট ডাউনলোড হবে।

এভাবে উপবৃত্তি পোর্টাল থেকে পেমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুনউপবৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের পে রোল রিপোর্ট যাচাই

এখন পেমেন্ট রিপোর্ট ডাউনলোড করার পর আপনি দেখুন যে কোন শিক্ষার্থীগুলোর উপবৃত্তি আইবাস রিটার্ন হয়েছে। যেসকল শিক্ষার্থীর উপবৃত্তি আইবাস রিটার্ন হয়েছে সেই সকল শিক্ষার্থী নম্বর এবং পেমেন্ট মেথড পুনরায় চেক করুন। সেগুলো সব ঠিকঠাক থাকলে আপনাকে কোন কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু কোন ভুল থাকলে অবশ্যই সেগুলো সংশোধন করে নিন।

বাউন্স ব্যাক ডাটা সংশোধনের সময়সীমা

  • উপবৃত্তি পোর্টালে বাউন্স ব্যাককৃত মোবাইল নম্বর সমূহ সংশোধনের সময় সকাল ৯.০০ টা থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত।
  • ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের উপবৃত্তির তথ্য সংশোধনের সময়সীমা- ২৫/০৮/২০২৩ থেকে ২৮/০৮/২০২৩ পর্যন্ত। 
  • খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের তথ্য সংশোধনের সময়সীমা- ২৯/০৮/২০২৩ থেকে ০১/০৯/২০২৩ পর্যন্ত।

উক্ত সময়সীমার মধ্যে শুধুমাত্র প্রধান শিক্ষক উপবৃত্তি পোর্টালে লগইন করে তথ্যসমূহ সংশোধন করতে পারবেন।

 বাউন্স ব্যাক উপবৃত্তি ডাটা সংশোধনের নিয়ম

প্রধান শিক্ষকগণ উপবৃত্তি পোর্টালে লগইন করে নিচের ধাপসমূহ অনুসরণ করে তথ্য সংশোধন করবেন। প্রধান শিক্ষক বাদে অন্যান্য ইউজারগণকে পোর্টালে লগইন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  বাউন্স ব্যাক ডাটা সংশোধনের ধাপসমূহঃ

  • প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পিইএসপি এমআইএস এ লগইন করুন।
  • লগইন করার পর ড্যাশবোর্ড থেকে পেরোল অপশনে প্রবেশ করুন।
  • পে রোল অপশন থেকে ব্লক এন্ড বাউন্স ইএফটি এই অপশনে যান।
  • এই অপশন থেকে অর্থবছর নির্বাচন করুন।
  • এখন আপনি পেমেন্ট চক্র নির্বাচন করুন।
  • উপবৃত্তির পেমেন্ট চক্র নির্বাচন করে সার্চ অপশন বা খুঁজুন বাটনে ক্লিক করুন। 
  • এখন আপনি বাউন্স ব্যাক কৃত ডাটার লিস্ট দেখতে পারবেন।
  • এবারে একশন অর্থাৎ এডিট অপশনে ক্লিক করুন।
  • উপবৃত্তি বিতরণের মোবাইল ব্যাংকিং নগদ সিলেক্ট করা না থাকলে সেটি সিলেক্ট করুন।
  • মোবাইল নম্বর সংশোধন করুন যদি প্রয়োজন হয়।
  • এবারে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন। 

 উপবৃত্তি তথ্য সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্য পালনীয়

  • বাউন্স ব্যাক ডাটা এডিট অপশনে প্রথমে নগদ একাউন্ট সিলেক্ট করা আছে কিনা যাচাই করবেন এবং না করা থাকলে নগদ একাউন্ট সিলেক্ট করবেন।
  • মোবাইল একাউন্ট নম্বর ভুল/ ইনভ্যালিড একাউন্ট হলে সংশোধন অথবা পরিবর্তন করতে হবে। সংশোধন অথবা পরিবর্তনের পূর্বের অবশ্যই মোবাইল একাউন্ট নম্বরটি অভিভাবকের মাধ্যমে যাচাই করে নিতে হবে।
  • নগদ একাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ একাউন্ট খোলা নিশ্চিত করতে হবে।
  • সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকা সত্ত্বেও পোর্টালে বাউন্স ব্যাক ডাটা দেখা গেলে ওই অ্যাকাউন্ট বহাল রাখার জন্য শুধু সংরক্ষণ করুন।
  • সুবিধাভোগের মোবাইল অ্যাকাউন্ট নম্বর বাউন্স ব্যাক ডাটা এডিট অপশনে নগদ না থাকলেও যদি নগদ একাউন্ট খোলা আছে মরমে অভিভাবক নিশ্চিত করে তাহলে নগদ সিলেক্ট করে সংরক্ষণ করতে হবে। 
  • এডিট অপশনে প্রদর্শিত সকল বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনপূর্বক  কিংবা সংশোধন না ( সংশোধনের প্রয়োজন না হলে) করে আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। তা না হলে কোনভাবেই ইএফটি উপবৃত্তি পুনঃবিতরণ করা সম্ভব হবে না। 

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানান।

প্রাথমিক উপবৃত্তি, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি, , প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা, উপবৃত্তি, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা দেখার উপায়, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির জন্য শিক্ষার্থীর, উপবৃত্তি ২০২৩, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, নগদ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি, প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা নগদে, প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য, প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি এবার নগদে

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *