প্রাথমিকের ই প্রাইমারী স্কুল সিস্টেম ও ই মনিটরিং অ্যাপস বন্ধ । নতুন ই মনিটরিং অ্যাপস

Posted on
Advertisement
Reading Time: < 1 minute

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই প্রাইমারী স্কুল সিস্টেম (E Primary School System) ও ই মনিটরিং ( E Monitoring) অ্যাপস বন্ধ করণ প্রসংগে নোটিশ জারি করেছে Directorate Of Primary Education (DPE)। 

নোটিশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগ থেকে অবগত করা হয়েছে যে সরকারের ডাটা সিকিউরিটি নিশ্চিতকরণের নিমিত্ত পূর্বের ই প্রাইমারী স্কুল সিস্টেমটির লিংক ডিপিই -র ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে পাশাপাশি বিদ্যালয় পরিবীক্ষণের জন্য বিদ্যমান ই – মনিটরিং অ্যাপসও বন্ধ করা হয়েছে ।

বিদ্যমান ই মনিটরিং এর আলোকে আইএমডি কর্তৃক PEMIS সফটওয়্যার এ আপলোড করা হয়েছে। PEMIS সফ্টওয়্যারে অন্তর্ভুক্ত ই মনিটরিং অ্যাপস গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা যাবে । 

পরিবীক্ষণকারী কর্মকর্তাগণ কর্তৃক নতুন ই মনিটরিং অ্যাপস ব্যবহারে কোনো সমস্যার সম্মুখীন হলে ই মনিটরিং টুলসের হার্ড কপি ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যালয়ে পরিবীক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে ।

উল্লেখ্য PEMIS সফ্টওয়্যারে অন্তর্ভূক্ত ই মনিটরিং অ্যাপস বিষয়ে যেকোন কারিগরি সহযোগিতার জন্য প্রয়োজন হলে আইএমডি বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।

নতুন ই মনিটরিং অ্যাপস এর কারিগরি সহযোগিতা

ক্রমিক নং নাম পদবি ফোন (দপ্তর) মোবাইল ই-মেইল
মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক, আইএমডি (অতিরিক্ত দায়িত্ব) ৫৫০৭৪৯০৩ [email protected]
প্রকৌঃ অনুজ কুমার রায় সিনিয়র সিস্টেম এনালিষ্ট (চ. দা.) ৫৫০৭৪৮৮৭ ০১৭১৭-০৮১৫৮১ [email protected]
শেখ সাইদুর রহমান মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ০১৭২৫৮৪৯১৭০ [email protected]
মোঃ আব্দুল জাব্বার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইএমডি) ০১৭১৯৪৭৪৯৪৫ [email protected]
আশরাফুল আলম সহকারী প্রোগ্রামার (আইএমডি) ০১৭১৫৮১৬৭৮১ [email protected]
নাঈমা আক্তার সহকারী প্রোগ্রামার (আইএমডি) ০১৭১৫৭০৭০৬৭ [email protected]
মোঃ কুদরত আলী সিনিয়র কম্পিউটার অপারেটর (আইএমডি) ০১৭১২৭৪৯২৬১ [email protected]
মোঃ মেহতাব কায়েস সহঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইএমডি) ০১৮৩৬৭৩৮৫৮৫ [email protected]
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *