অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম [একই উপজেলা / থানা]

Posted on
Advertisement
Reading Time: 2 minutes

একই উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা প্রসঙ্গে বদলি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৮/২০২৩ তারিখ হতে অনলাইনে প্রধান শিক্ষকগণের একই উপজেলা/থানার মধ্যে নিম্নোক্ত সময়সূচী ও শর্ত মোতাবেক বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনলাইন বদলি

শিক্ষম বদলি আবেদনের সময়সীমা

(ক) ০৩/৮/২০২৩ হতে ০৫/৮/২০২৩ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন;

(খ) ০৬/৮/২০২৩ হতে ০৮/৮/২০২৩ তারিখ পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন;

(গ) ০৯/৮/২০২৩ হতে ১১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন:

প্রধান শিক্ষক বদলীর শর্তসমূহ

ক) প্রধান শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২” অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুন:বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

২। বর্ণিতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম

প্রধান শিক্ষক বদলি আবেদন লিংক ttms dpe gov bd

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ অনলাইনে প্রধান শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলির ওয়েবসাইটে আবেদন গ্রহণ করবেন। যে সকল শিক্ষক বদলি আবেদন করবেন তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিচের দেয়া ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবেঃ

বদলি আবেদনের লিংকঃ http://ttms.dpe.gov.bd/login

অনলাইন শিক্ষক বদলি আবেদনের নিয়ম:

  • প্রথমে আপনি উপরে দেয়া লিংকে প্রবেশ করবেন।
  • লিংকে প্রবেশ করার পর আপনার পদবী সিলেক্ট করবেন। আপনি প্রধান শিক্ষক হন তাহলে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক পছন্দ করুন।
  • ইউজার আইডি হিসেবে IPEMIS এ দেওয়া মোবাইল নম্বর প্রবেশ করুন।
  • পাসওয়ার্ড হিসেবে আপনার pemis এর পাসওয়ার্ডটি প্রবেশ করুন।
  • ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়ার পরে লগইন বাটনে ক্লিক করলে আপনি বদলি আবেদনের যে সফটওয়্যার রয়েছে সেটিতে প্রবেশ করবেন।
  • এখন আপনার স্বাক্ষর আপলোড করা থাকলে পুনরায় করার প্রয়োজন নেই যদি না থাকে তাহলে আপনার একটি স্বাক্ষর আপলোড করবেন।
  • এখন আপলোড শেষ হলে আপনার বাম পাশের মেনু থেকে বদলির আবেদন এই মেনুতে প্রবেশ করুন।
  • মেনুতে প্রবেশ করার পর আপনাকে শুন্যপদ যুক্ত বিদ্যালয়ের তালিকা দেখানো হবে আপনার পছন্দ অনুযায়ী এক থেকে তিনটি বিদ্যালয় পছন্দ করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • আপনার বদলির কারণ নির্বাচন করে যথোপযুক্ত প্রমাণ দাখিল করে বদলির আবেদনটি সাবমিট করে দিন।

এভাবে খুব সহজেই প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকগণ অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।

অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবর/ অনলাইনে শিক্ষক বদলি

অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবর জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। আমরা অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে আপডেট জানাবো। এছাড়া প্রাথমিক শিক্ষক বদলি কবে শুরু হবে? তা জানতে চোখ রাখুন AIEDUJOB ওয়েবসাইটে। কারন আমরা প্রাথমিকের Dpe gov bd এর সকল খবর সবার আগে প্রকাশ করি। 

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা। প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২। অনলাইন শিক্ষক বদলি ২০২৩

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *